মে মাসে চীনের ভোগ্য পণ্যের মোট খুচরা-বিক্রয় গত বছরের একই সময়ের তুলনায় ২১.৬ শতাংশ বেড়েছে। ১৩ জুন চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সূত্রে এ খবর জানা গেছে।
পরিসংখ্যান থেকে জানা গেছে, মে মাসে চীনের ভোগ্য পণ্যের বিক্রীর মোট মূল্য ছিল ৮৭০.৪ বিলিয়ন ইউয়ান। এর মধ্যে শহরের ভোগ্য পণ্যের মোট খুচরা-বিক্রয় মূল্য ৫৯৪.৭ বিলিয়ন ইউয়ান , যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।--ওয়াং হাইমান
|