মার্কিন বাণিজ্য প্রতিনিধি সুসান স্কুয়াবের মুখপাত্র গ্রেচেন হ্যামেল ১২ জুন বলেছেন, " গরুর মাংস" সমস্যার কারণে সৃষ্ট রাজনৈতিক সংকট সংক্রান্ত সমাধানের জন্য যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতা করবে।
তিনি মার্কিন সংবাদমাধ্যমকে বলেন, স্কুয়াবের ১৩ জুন দুপুরে ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাণিজ্য চুক্তি আলোচনার প্রতিনিধি কিম জং হুনের সঙ্গে সাক্ষাত্ করার কথা রয়েছে। যাতে এ সমস্যা সমাধানের একটি উপায়টি খুঁজে বের করা যায়।
চলতি বছরের এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ বাণিজ্য চুক্তিএগিয়ে নেয়ার জন্য দু'পক্ষের মার্কিন গরুর মাংস আমদানির শর্ত শিথিল সংক্রান্ত চুক্তি নিয়ে মতৈক্যে পৌঁছেছে।তবে যুক্তরাষ্ট্রের গরুর মাংসে ম্যাড কাউ রোগের সমস্যা থাকার আশংকার কারণে এ চুক্তি দক্ষিণ কোরিয়ায় তীব্র প্রতিরোধের মুখে পড়েছে এবং গুরুতর রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে।--ওয়াং হাইমান
|