ইউরোপ সফররত মার্কিন প্রেসিডেণ্ট জর্জ বুশ ১২ জুন ফ্রান্স-৩ টেলিভিশনে দেয়া একটি সাক্ষাত্কারে বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করা জন্য সে দেশে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগের সম্ভাবনা আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি হুসেইনি এ দিন বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু পরিকল্পনার ওপরে বুশের এ হুমকি কোনো প্রভাব ফেলবে না।
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির সঙ্গে বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে বুশ বলেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করতে হবে। নইলে তাদেরকে আর্ন্তজাতিক শাস্তির সম্মুখীন হতে হবে। তিনি আরও বলেন, ইরান শান্তিপূর্ণ ব্যাপারের লক্ষ্যে পরমাণু শক্তির অধিকারী হতে পারে, কিন্তু পারমানবিক অস্ত্র উন্নয়নের লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা চালাতে পারে না।
এ দিন ফ্রান্স ৩ টেলিভিশনকে দেয়া একটি সাক্ষাত্কারে বুশ আবারও ঘোষণা দিয়েছেন যে, ইরানের পারমাণবিক সমস্যা সমাধানে ইরানের ওপর বল প্রয়োগের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে তিনি বলেন, কূটনৈতিক পদ্ধতিতে ইরানের পারমাণবিক সমস্যা সমাধান করতে যাবে বলে তিনি আশাবাদী এবং এ পদ্ধতিতে সমস্যা সমাধানের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ দিন হুসেইনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা "শান্তির লক্ষ্যে ইরানের পরমাণু পরিকল্পনা"-এর কথা স্বীকার করেছে। কিন্তু এ নিয়ে বুশ অব্যাহতভাবে মিথ্যা কথা বলে যাচ্ছেন। তাঁর এ কর্মকান্ডের ফলে যুক্তরাষ্ট্র সরকার ভুল পথে চলতে যাচ্ছে। তিনি আরও বলেন, বুশের কথাবার্তার কারণে ইরানের জনগণের নিজের ন্যায্যা অধিকার রক্ষা করার সংকল্প আরও জোরদার হবে। (ওয়াং তান হোং)
|