v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-13 13:03:58    
আফগানিস্তানের পুনর্গঠনকে চীন সমর্থন করে

cri

    আফগানিস্তানকে সাহায্য দান সংক্রান্ত সম্মেলন ১২ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। চীন সরকারের প্রতিনিধি চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি এ সম্মেলনে বলেন, আফগানিস্তানের পুনর্গঠনকে চীন সরকার সমর্থন করে।

    তিনি তাঁর ভাষণে বলেন, ন্তর্জাতিক সম্প্রদায় একটি নিরাপদ, সমৃদ্ধ, মাদকদ্রব্যমুক্ত এবং টেকসই আফগানিস্তান দেখতে চায়। আফগানিস্তানের পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন প্রচেষ্টাকে সমর্থনের পাশাপাশি চীন এতে অংশ নেয়। তিনি আরও বলেন, আফগানিস্তানকে এ বছর ৫ কোটি ইউয়ান অর্থসাহায্য দেবে চীন।

    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নাড কুশনার বলেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য এ সহায়তা সম্মেলনে ২০ বিলিয়ন মার্কিন ডলার চাঁদা প্রতিশ্রুতি পাওয়া গেছে।

    ফ্রান্সের প্রেসিডেণ্ট নিকোলাস সারকোজি প্যারিসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি'র সঙ্গে স্বাক্ষাত করেছেন। তিনি বলেন, ফ্রান্স চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করতে চায়। আগামী অর্ধ বছরে ই'ইউ'র পালাক্রমিক চেয়ারম্যান দেশ হওয়ার পর থেকে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করাকে  ই'ইউর অভিন্ন অবস্থানে পরিণত করার জন্য ফ্রান্স যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য প্রত্যাশা করেন। দু'দেশের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের ধারা ফিরিয়ে আনার জন্য দু'পক্ষ নানা বাধা পার করে যৌথ চেষ্টা চালাবে বলে ইয়াং চিয়ে ছি আশা করেন।

    এ দিন ইয়াং চিয়ে ছি পৃথকভাবে আফগানিস্তানের প্রেসিডেণ্ট হামিদ কারজাই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্দেলিত্স রাইস, বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাত্ করেন। (ওয়াং তান হোং)