৯ জুন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ আবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র শক্তিশালী মার্কিন ডলার নীতি অবলম্বন করবে। তিনি বলেন, জ্বালানি সম্পদের দাম বাড়ার সময় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার ওপর জনসাধারণের উদ্বিগ্নের দিকটি তিনি লক্ষ্য করেছেন।
ইউরোপ সফরের আগে তিনি বলেন, শক্তিশালী মার্কিন ডলার নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং সারা বিশ্বের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভিত্তি মজবুত। যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন অর্থনৈতিক উন্নয়ন সুষ্ঠু বলা যায়। এটা মার্কিন ডলারের মূল্য হার থেকে প্রতিফলিত হবে।
বুশ আরো বলেন, কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মুদ্রা নীতির নমনীয়তা বজায় রাখা উচিত। (ইয়ু কুয়াং ইউয়ে)
|