৯ জুন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ লিন ঈ ফু বলেছেন, বিশ্বের চাহিদা হ্রাস পাওয়া এবং উত্পাদনের পরিমাণ বাড়ায় পরবর্তী তিন থেকে পাঁচ বছর পর তেলের মূল্য ব্যারেল প্রতি ১০৪ থেকে ১০৮ মার্কিন ডলার হওয়ার সম্ভাবনা আছে।
অলআফ্রিকা ওয়েবসাইট ১০ জুন লিন ঈ ফু'র কথা উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নতুন প্রযুক্তি প্রয়োগ, জ্বালানি সম্পদের কার্যকারিতা বাড়ানো এবং ভোগ্যপণ্যের পরিমাণ কমানোর কারণে তেলের মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্ব ব্যাংকের অর্থনৈতিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাইকেল স্পেন্স লিন ঈ ফু'র সঙ্গে পুরোপুরি একই মত পোষণ করেন। তিনিও মানুষের তৈরি তেলের মূল্য কমানোর তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, তেলের উচ্চ মূল্য নতুন প্রযুক্তিগত ক্ষেত্রের উত্পাদন ত্বরান্বিত করবে। ফলে অল্প সময়ের মধ্যে অর্থাত্ চাহিদা না কমা পর্যন্ত তেলের মূল্য আরো বৃদ্ধি পাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|