চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো ১২ জুন প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের মে মাসে চীনের ভোক্তা মূল্য সূচক বা সিপিআই গত বছরের একই সময়ের তুলনায় ৭.৭ শতাংশ বেড়েছে। তবে চলতি বছরের এপ্রিল মাসের মূল্য সূচকের তুলনায় তা কম।
চীনের সিপিআই একটানা তিন মাস ধরে আট শতাংশ করে বাড়ার পর এই প্রথম বারের মতো তা কমেছে।
জানা গেছে, খাদ্য পণ্যের দামই সিপিআই বৃদ্ধির প্রধান কারণ । কিন্তু বর্তমানে মূল্য বৃদ্ধির গতি কমে এসেছে।(লিলু)
|