চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১২ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন আশা করে, ইরানের পরমাণু সমস্যা সমাধানের সার্বিক ও দীর্ঘস্থায়ী উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্ট পক্ষগুলো কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবে, নমনীয়তা প্রকাশ করবে এবং পুনরায় আলোচনা শুরুকে ত্বরান্বিত করবে।
তিনি আরো বলেছেন, ১৪ জুন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ প্রতিনিধি হ্যাভিয়ের সোলানা চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের মহাপরিচালকদের সঙ্গে ইরানকে আবার আলোচনার প্রস্তাব দেবেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ছ'দেশের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি পাঠাবেন। (লিলু)
|