১১ জুন স্লোভাকিয়া সরকার আফগানিস্তানে পুলিশের তিনটি দল পাঠানোর অনুমোদন দিয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, এ তিনটি দলের এক শ'রও বেশি সদস্য ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর অন্তর্ভূক্ত থাকবে। এছাড়াও, যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তানের পুনর্গঠন বাস্তবায়নে সাহায্য করার জন্য স্লোভাকিয়া সরকার সেখানকারের অভিযান ও প্রশিক্ষণ গ্রুপের কর্মী সংখ্যা বাড়াবে। জানা গেছে, এ পরিকল্পনা পার্লামেন্টে গৃহীত হলে আফগানিস্তানে স্লোভানিয়ার সৈন্য সংখ্যা দাঁড়াবে ২৫০ ।
এদিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রোবার্ট ফিকো সরকারী সম্মেলনের পর জোর দিয়ে বলেন, স্লোভাকিয়া আফগানিস্তানে সামরিক বাহিনী নয় , রক্ষী বাহিনী পাঠাবে। --ওয়াং হাইমান
|