১১ জুন চীনের উত্তরাঞ্চলের শি চিয়া চুয়াং শহরে অনুষ্ঠিত "১০ যোগ ৩ অর্থাত্ আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক উদ্ধার ও ত্রাণেরসেমিনারে" চীন এস ও পি পরিকল্পনা দাখিল করেছে। একই সঙ্গে চীন সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনীর দুর্যোগে উদ্ধার মহড়া এবং ত্রাণ তত্পরতাকে পথনির্দেশক নীতি দেয়ার জন্য দ্রুত 'এস ও পি' নির্ধারণ করার আহ্বান জানিয়েছে।
শি চিয়া চুয়াং স্থলবাহিনীর কমান্ড কলেজের কর্নেল ছেং শেং উ বলেন, "১০+৩" সশস্ত্র বাহিনীর দুর্যোগে ত্রাণ সহযোগিতা জোরদার, আঞ্চলিক দুর্যোগে সশস্ত্র বাহিনীর পূর্ণ ভূমিকা পালন , "১০+৩" আঞ্চলিক সহযোগিতার বাস্তব ও গভীর উন্নয়ন ত্বরান্বিত এবং আঞ্চলিক দুর্যোগ মোকাবিলার ক্ষমতা উন্নত করার জন্য এস ও পি নির্ধারণের গুরুত্বপূর্ণ ও সুদীর্ঘ তাত্পর্য রয়েছে। --ওয়াং হাইমান
|