একদিনব্যাপী কোরিয় পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের অর্থনৈতিক ও জ্বালানি কর্ম-গ্রুপ সম্মেলন ১১ জুন পানমুনজমের দক্ষিণ কোরিয়া দিকের হাউস অফ পিসে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পক্ষ দ্রুত উত্তর কোরিয়াকে জ্বালানি সহায়তা দেয়ার ব্যাপারে রাজি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান হুয়াং জুন -কুক বলেন, বিভিন্ন পক্ষ উত্তর কোরিয়াকে জ্বালানি সহায়তা দেয়ার প্রতিশ্রুতি মেনে চলার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে । একই সঙ্গে উত্তর কোরিয়াকে ইয়ং বিয়ংয়ের পরমাণু স্থাপনা অকেজোকরণের প্রক্রিয়া এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।
এখন উত্তর কোরিয়া ইয়ং বিয়ংয়ের পরমাণু স্থাপনা অকেজোকরণ সংক্রান্ত ১১টি ব্যবস্থার মধ্যে ৮টি শেষ করেছে। বিভিন্ন পক্ষ উত্তর কোরিয়াকে ৩ লাখ ৯০ হাজার টনের জ্বালানি সহায়তা দিয়েছে।--ওয়াং হাইমান
|