১২ জুন চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির মুখপাত্র পেইচিং-এ জানিয়েছেন, ১৮ জুন পঞ্চম এশিয়া-ইউরোপ পার্লামেন্টারি অংশীদার সম্মেলন পেইচিং-এ শুরু হবে।
তিনি বলেন, তিনদিনব্যাপী এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে 'এশিয়া-ইউরোপ সহযোগিতা জোরদার এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করা'। সম্মেলনে এশিয়া ও ইউরোপের পার্লামেন্টের নেতৃবৃন্দ ও পার্লামেন্ট সদস্যরা অর্থনৈতিক বাণিজ্য ও সামাজিক সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি 'পঞ্চম এশিয়া-ইউরোপ পার্লামেন্টারি অংশীদার ঘোষণা' গৃহীত হবে।
জানা গেছে, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এশিয়া-ইউরোপ পার্লামেন্টারি অংশীদার সম্মেলনের লক্ষ্য হচ্ছে এশিয়া ও ইউরোপীয় জনগণের সমঝোতা বাড়ানো এবং এশিয়া ও ইউরোপ সম্মেলনের প্রক্রিয়ায় পার্লামেন্টের ভুমিকা রাখা।–খোং চিয়া চিয়া
|