১১ জুন চীনের যুব স্বেচ্ছাসেবক বিষয়ক কর্মকর্তা ওয়াং স্যুয়ে ফেং পেইচিং-এ বলেছেন, চীন অব্যাহতভাবে স্বেচ্ছাসেবার কাজ এগিয়ে নেবে।
তিনি বলেন, স্বেচ্ছাসেবকরা হচ্ছেন ভূমিকম্প ত্রাণ ও উদ্ধারকাজের গুরুত্বপূর্ণ অতিরিক্ত শক্তি। এবারের ভূমিকম্প ত্রাণ ও উদ্ধারকাজে স্বেচ্ছাসেবক প্রশাসন, সমন্বয় ও সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে সার্বিক নিরীক্ষার মাধ্যমে স্বেচ্ছাসেবক যাচাই করা হয়েছে। সম্প্রতি ভূমিকম্প দুর্গত অঞ্চলের জন্য ১ হাজার ৯০জন স্বেচ্ছাসেবককে তালিকাভূক্ত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার স্বেচ্ছাসেবক সিছুয়ানে, ৬০জন কানসু-এ এবং ৩০জন ছোং ছিং-এ যাবেন।–খোং চিয়া চিয়া
|