তাইওয়ান প্রণালীর বিনিময় তহবিলের চেয়ারম্যান চিয়াং বিন কুনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ১১ জুন বিকালে পেইচিং পৌঁছেছে। প্রতিনিধি দলটি প্রণালীর দু'পারের সম্পর্ক সমিতির সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার হওয়ার পর প্রথম বারের মতো আলোচনায় বসবে।
তাইওয়ান প্রণালীর বিনিময় তহবিলের প্রতিনিধি দলের এবারের মূলভুভাগ সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে দু'পারের মধ্যে সপ্তাহ শেষের বিমান চলাচল এবং মূলভূভাগের অধিবাসীদের তাইওয়ান ভ্রমণসহ নানা বিষয় নিয়ে প্রণালীর দু'পারের সম্পর্ক সমিতির সঙ্গে আলোচনা করা। চিয়াং বিন কুন রওয়ানা হওয়ার আগে বলেন, তিনি আশা করেন, দুই সমিতির আলোচনা দু'পারের জনগণের আরো সুন্দর জীবন এবং উভয়ের কল্যাণ বয়ে আনবে।
মূলভূভাগের তাইওয়ান বিষয়ক বিশেষজ্ঞ বলেন, দুই সমিতির পুনরায় আলোচনা দু'পারের দীর্ঘকালের রাজনৈতিক অচলাবস্থা ভেঙে দেবে। যদি এবারের আলোচনায় কোন সাফল্য অর্জিত হয়, তাহলে দু'পারের অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় ত্বরান্বিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|