১১ জুন পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর চীনের ইয়ুন নান প্রদেশের তি ছিং তিব্বতী জাতি স্বায়ত্তশাসিত বিভাগের সিয়াং কে লিলা জেলায় সাফল্যের সংগে শেষ হয়েছে । এ নিয়ে ইয়ুন নান প্রদেশে মশাল হস্তান্তর শেষ হয় ।
খুয়েন মিং , লি চিয়াং ও সিয়াং কে লিলা তিনটি শহরে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠিত হয় । এর দৈর্ঘ্য ছিল ৯০০ কিলোমিটার । ৬ শ' বিশ বাইশজন মশালবাহক এতে অংশ নিয়েছেন । তাদের মধ্যে ২৩১জন ছিলেন সংখ্যালঘু জাতির মানুষ । তারা আলাদা আলাদাভাবে ইয়ুন নান প্রদেশের তিব্বতী , নাসি , পাই ও ইসহ বাইশটি জাতি থেকে এসেছেন ।
১১ জুন সন্ধ্যায় অলিম্পিক মশালের কুই চৌ প্রদেশের রাজধানী কুই ইয়াংয়ে পৌঁছার কথা ।
|