কানাডা সরকার ১০ জুন পুনর্গঠনের কাজ জোরদার করতে পরবর্তী তিন বছরে আফগানিস্তানে আরো ৫৫ কোটি কানাডিয়ান ডলার সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে।
এদিন অটোয়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কানাডার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডেভিড এমার্সন বলেছেন, আফগানিস্তানে বাঁধ নির্মাণ , নতুন স্কুল গড়ে তোলা এবং শিশুদেরকে পক্ষাঘাত রোগের টিকা দেওয়ার কাজে ব্যবহৃত হবে।
বর্তমানে দক্ষিণ আফগানিস্তানে মোতায়েন কানাডার সৈন্য সংখ্যা আডাই হাজার। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে কানাডা আফগানিস্তানে মোতায়েন কানাডিয়ান সৈন্যদের দায়িত্ব পুনর্বিন্যাগ করার ঘোষণা দেয়। এর আগে কানাডা ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আফগানিস্তানে ১.৩ বিলিয়ন কানাডিয়ান ডলার সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।(লিলু)
|