বর্তমানে চীনের পরিবেশসম্মত প্রতীকের মানদন্ড , স্বীকৃতি , অনুমোদন ও মানের নিশ্চিয়তাসহ এক পরিপূর্ণ ব্যবস্থা গড়ে উঠেছে । পরিবেশ প্রতীকের পণ্যদ্রব্য মোটরগাড়ি , নির্মাণ সামগ্রী , বস্ত্রবয়ণ , ইলেক্ট্রনিক , আসবাবপত্র ও প্যাকিং পেশার সংগে জড়িত ।
চীনের পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী উ সিয়াও ছিং ১১ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত টেকসই ভোক্তা সংক্রান্ত এক আন্তর্জাতিক সেমিনারে এ তথ্য জানান । তিনি আরো বলেন , এ পর্যন্ত ১ হাজার ৫ শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের উত্পন্ন ৩০ হাজারেরও বেশি ধরণের বিভিন্ন মার্কার পণ্য চীনের পরিবেশসম্মত প্রতীকের স্বীকৃতি পেয়েছে ।
চীনের পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয় , অর্থ মন্ত্রণালয় , জাতিসংঘ পরিবেশ কার্যক্রম অধিদফতর ও ইইউ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত টেকসই ভোক্তা সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনার ১০ থেকে ১২ জুন পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে ।
|