চীনের ইয়াংসি নদীর তিন গিরিখাত জলপ্রকল্প উন্নয়ন কোম্পানির ২০০৭ সালের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত এক রিপোর্টে জানা গেছে , ২০০৩ সালের জুন মাসে তিন গিরিখাত জলপ্রকল্প চালু হওয়ার পর যে পরিমাণে বিদ্যুত উত্পাদিত হয়েছে এবং নৌ চলাচলের কারণে যে পরিমাণে জ্বালানি ক্ষয় কমানো হয়েছে , তা ২৭ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাসের সমান ।
জানা গেছে , তিন গিরিখাত জলপ্রকল্পের প্রথম বিদ্যুত উত্পাদন ইউনিট চালু হওয়ার পর ১ জুন পর্যন্ত মোট ৩০০ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুত উত্পাদিত হয়েছে । এটি ২৬ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাসের সমান । তিন গিরিখাত জলপ্রকল্পের কল্যাণে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে ইয়াং সি নদী দিয়ে মাল পরিবহনের পরিমাণ ১০ কোটি টন বেড়েছে । এটি ১ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাসের সমান ।
উল্লেখ্য যে , মধ্য চীনের হুপেই প্রদেশের ই ছাং শহরে তিন গিরিখাত জলপ্রকল্প অবস্থিত । বিশ্বের এ বৃহত্তম প্রকল্প বন্যা প্রতিরোধ , বিদ্যুত উত্পাদন ও নৌ চলাচলের জন্যে কার্যকর ।
|