v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-10 20:59:59    
ভিন দেশির চোখে---ফরাসী লে ব্লানভাক্স

cri
    শেন লুং গাড়ি কম্পানী হল ফ্রান্সের পিউজিওট সিট্রোন গ্রুপ ও চীনের তুং ফেং গাড়ি কম্পানীর যৌথ পুঁজি বিনিয়োগের মাধ্যমে গড়ে ওঠা এক বড় গাড়ি উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠান । এটি চীনে সবচেয়ে বড় অংকের পুঁজি বিনিয়োগ করা ফরাশী প্রকল্প । এই কোম্পানীর ফুখাং , পিকাসো ও এক্সারা ইত্যাদি ব্রান্ডের গাড়ি চীনাদের প্রিয় ব্রান্ড । এই প্রকল্পের কারণে অনেক ফরাসী চীনে এসেছেন ।

    লে ব্লানভাক্স হলেন সেনলুং গাড়ি কোম্পানীর হুপেই প্রদেশের রাজধানী উহানের শাখা কোম্পানীর ফরাশী প্রধান । ১১ বছর আগে সেনলুং কম্পানী তখন কেবল গঠিত হয়েছে । চীন অনেক দূর এবং চীন সম্পর্কে খুব কম জানা বলে অনেক ফরাসী চীনে কাজ করতে চাইত না । তবে লে ব্লানভাক্স নিজেই চীনের শাখা কোম্পানীতে কাজ করার আগ্রহ দেখান । উ হান শহরের ৩ শো কিলোমিটার দূরের সিয়াং ফান শাখা কম্পানী প্রধানত গাড়ির মোটরের যন্ত্রাংশ উত্পাদন করে ।

    লে ব্লানভাক্সের স্পষ্ট মনে আছে যে , তখন সিয়াং ফান কারখানায় কোনো কিছু ছিল না । শুধু ৬০ জন কর্মী এবং তিনি একমাত্র ফরাসী ছিলেন । পরের তিন বছরে লে ব্লানভাক্স সকল কর্মীর সঙ্গে যৌথ প্রচেষ্টা চালিয়ে এই কারখানার উন্নয়ন করেছেন । এখন কারখানায় কর্মী ১ হাজারেরও বেশি । এই সংখ্যান সেনলুং গাড়ি কোম্পানীর প্রয়োজনীয় সব ধরনের মোটর যন্ত্রাংশ তৈরীর জন্য যথেষ্ট ।

    আগে লে ব্লানভাক্সের চোখে চীন ছিল এক দূরের এবং রহস্যপূর্ণ দেশ । চীনে তিন বছর থাকার পর তিনি চীনের উন্নয়ন দেখে দেশটির প্রতি আকর্ষণ অনুভব করছেন ।

    আমার মনে হয় চীন এক দ্রুত উন্নয়নশীল দেশ । সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিরাট পরিবর্তন হয়েছে । যেমন , সরু রাস্তা অনেক চওড়া হয়েছে , অনেক হাইওয়েই ও সেতু নির্মিত হয়েছে । বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান দ্রুতভাবে উন্নত হচ্ছে । গাড়ি শিল্পে চীনের উন্নয়নও অতি দ্রুত ।

    ১৯৯৮ সালে লে ব্লানভাক্সের তিন বছরের কার্যমেয়াদ শেষ হয় । কোম্পানীর নিয়ম অনুযায়ী তাঁকে ফ্রান্সে ফিরে যাওয়া কথা । এবার গেলে কি আর কখনো চীনে আসা যাবে ? কেউ তা নিশ্চিত করে বলতে পারেন না । যাওয়ার আগে লে ব্লানভাক্সের পরিবার প্রতিদিন বাইরের জিনিস কিনে , বিশেষ করে অনেক চীনের বৈশিষ্টময় জিনিস । এসব জিনিসের প্রতি লে ব্লানভাক্স পরিবারের ভালোবাসা আছে ।

    ফ্রান্সে ফিরে যাওয়ার পর লে ব্লানভাক্সের মন যেন চীনে পরে থাকে । তিনি সবসময় চীন সম্পর্কিত সংবাদের ওপর নজর রাখেন । চীনের উন্নয়ন , বিশেষ করে সেনলুং কম্পানীর উন্নয়ন দেখে তার খুশি লাগে ।

    ফ্রান্সের কোম্পানীর নীতি অনুযায়ী প্রত্যেক কর্মীর শুধু একবার চীনে কাজ করার সুযোগ আছে । তবে হয়তো লে ব্লানভাক্স চীনকে অতি ভালোবাসেন বলে ২০০৫ সালে কোম্পানীটি তাঁকে আবার চীনের শাখা কোম্পানীতে পাঠিয় ।

    চীনা ক্রেতাদের কাছে গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে , তা মেটানোর জন্য কোম্পানীকে নতুন ধরনের গাড়ি উত্পাদন করতে হবে । শাখা কোম্পানীর প্রধান হিসেবে ব্লানভাক্সকে আরো বেশি কাজ করতে হবে ।

    নতুন জিনিস আবিস্কার করা , নতুন শিল্প বা গাড়ির নতুন মোডেল উন্নয়ন করা আমাদের জন্য খুব উত্সাহব্যঞ্জক । এখানে আমি আমার চীনা কর্মীদের সঙ্গে নতুন কারখানা নির্মাণ করি এবং নতুন গাড়ির মডেল উন্নয়ন করি । এসব নতুন গাড়ি চীনাদের মধ্যে খুব জনপ্রিয় । এর জন্য আমি খুব উত্সাহ পাই।

    সবাই মনে করেন ফরাসীরা অনেক রোমান্টিক । তবে লে ব্লানভাক্সের চীনা অনুবাদক ওয়াং ফাংয়ের চোখে এই ফরাসী খুব মন দিয়ে এবং সতর্কভাবে কাজ করেন । তিনি সহকর্মীদেরকেও সহায়তা করেন । ওয়াং ফাং বলেছেন :

    আমি অনুবাদ এবং সচিবের কাজ করি । মাঝে মাঝে কিছু ছোট ভুল করি । তিনি সবসময় আমাকে মাপ করেন । তিনি সাধারণত আমাকে দোষ দেন না এবং মনে কষ্ট দেন না । তাই আমি আনন্দের সঙ্গে কাজ ভালোভাবে করি ।

    এখন সেনলুং গাড়ি কোম্পানীতে মোট একশোরও বেশি ফরাসী বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ আছেন । লে ব্লানভাক্সের মত চীনে দিনে দিনে কাজ করার মাধ্যমে শুধু বিশ্বের উন্নত গাড়ি উত্পাদন করার ব্যাপারে তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে তাই নয় , চীনের সঙ্গে তাদের উপলব্ধি ও অনুভূতিও বেড়েছে ।