মাদাম ওয়েই ওয়েইর বয়স ৬০ বছর । তিনি চীনের গণতান্ত্রিক লীগের সানসি প্রাদেশিক কমিটির সদস্য । তিন-তিনবার জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য নিযুক্ত হয়েছেন তিনি । ১৯৯৮ সাল থেকে প্রতি বছরের মার্চ মাসে মাদাম ওয়েই ওয়েই পেইচিংয়ে জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনে অংশ নেন এবং আন্তরিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন ।
১০ বছর আগে যখন আমি প্রথমবার জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য নির্বাচিত হই তখনকার মতো এখন আর আমি আবেগপ্রবণ নই বরং গভীর চিন্তাশীল । এখন আমি নিজের দায়িত্বের কথা বেশি ভাবি।
প্রস্তাবের পেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে নিজের মতামত প্রকাশ করা সদস্যদের নিজেদের দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া । গত ১০ বছর ধরে প্রতি বছর ওয়েই ওয়েই সরকারের কাছে কমপক্ষে ৫টি করে উন্নত মানের প্রস্তাব পেশ করে আসছেন । এ বছর তিনি সারা দেশে অভিন্ন চিকিত্সা ব্যবস্থা, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দক্ষিণের পানি উত্তরে আনা , পশ্চিমাঞ্চলের দরিদ্র জেলা শহরের দারিদ্র্য বিমোচন এবং সেনসি প্রদেশের বেসরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে পৃষ্ঠপোষকতা দেওয়া সহ ১০টি প্রস্তাব তৈরী করেছেন । তাঁর সব প্রস্তাব জনসাধারণের জীবনযাপনের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত । এক পরিসংখ্যানে জানা গেছে, গত ৫ বছরে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যরা যে ২০ হাজার প্রস্তাব পেশ করেছেন তার ৯৯ শতাংশ গৃহীত বা বাস্তবায়িত হয়েছে । একজন সদস্য হিসেবে ওয়েই ওয়েই আশা করেন, তাঁর প্রস্তাব গৃহীত হবে এবং জনসাধারণের কিছু সমস্যার সমাধানে সহায়ক হবে ।
দশ-বারো বছর ধরে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হিসেবে তিনি সবসময়ই সমাজের নিম্নস্তরে গিয়ে তদন্ত ও গবেষণা চালিয়ে আসছেন । এ জন্য তাঁর পেশকৃত প্রস্তাবগুলোতে জনগণের জীবনযাপনের বাস্তব অবস্থা প্রতিফলন ঘটে । মাদাম ওয়েই ওয়েইর প্রচেষ্টায় চিউচাইচ গ্রামের সংস্কার হয়েছে । সি আন শহরের ছাংআন বিভাগে চিউচাইচ গ্রাম অবস্থিত । মোট ২৩০টি পরিবারের মধ্যে অর্ধেকই কাঠ প্রক্রিয়াকরণের কাজ করে । বিদ্যুত ব্যবস্থা সেকেলে হওয়ার কারণে বিদ্যুত সমস্যায় গ্রামবাসীরা হয়রান হয়ে যেত । গ্রামবাসী ফাং হোংশেন সে অভিজ্ঞতা স্মরণ করে বলেন, বিদ্যুত নেটওয়ার্কে গোলমালের কারণে বহু বছর ধরে অজস্র বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যেতো। সপ্তাহে তিন-চারদিন বিদ্যুত সরবরাহ বন্ধ থাকতো এবং বাতাস ও বৃষ্টি হলে বিদ্যুত বন্ধ হয়ে যেতো ।
বিদ্যুত বিভ্রাট গ্রামবাসীদের আয়ের ওপর বিরাট প্রভাব ফেলে । ২০০৪ সালে ফাং হোংশেন একটি স্থানীয় পত্রিকার মাধ্যমে গ্রামের বিদ্যুত পরিস্থিতির পরিবর্তন করার জরুরি প্রয়োজনের কথা মাদাম ওয়েই ওয়েইকে জানালেন । ব্যাপারটা জানার পর তিনি গ্রামে গবেষণা করতে যান । তিনি লক্ষ্য করেন , সেখানে সব মেটে রাস্তা এবং গ্রামবাসীরা সত্তর কিংবা আশির দশকের কূপ থেকে পানি তুলে খান । যদি এ সব সমস্যার সমাধান করা না হয় তা হলে গ্রামবাসীদের দৈনন্দিন জীবন খুব অসুবিধার মধ্যে থাকবে এবং অর্ধেক পরিবারের জীবিকার প্রধান অবলম্বণ কাঠ প্রক্রিয়াকরণ শিল্প অচিরে ধ্বংস হয়ে যাবে ।
মাদাম ওয়েই ওয়েই আরও গভীরভাবে গবেষণা করে উপলব্ধি করেন , শুধু সেনসি প্রদেশের সি আন শহরের চিউ চাইচ গ্রাম নয়, দেশের অন্যান্য প্রদেশের বেশ কিছু গ্রামেও বিদ্যুত সরবরাহে সমস্যা রয়েছে । সুতরাং ২০০৫ সালে জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনে সদস্য ওয়েই ওয়েই " গ্রামাঞ্চলের বিদ্যুত সমস্যার সমাধান বিষয়ক "প্রস্তাবটি পেশ করলেন । জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি গ্রহণ করে এবং সমাধানের জন্য সেনসি প্রদেশের রাজনৈতিক পরামর্শ সম্মেলন ও সি আন শহরের গণ সরকারের কাছে পাঠায় । এ সম্পর্কে মাদাম ওয়েই ওয়েই বলেন , সি আন শহর সরকারের অনুরোধক্রমে সি আন রাজনৈতিক পরামর্শ সম্মেলন সমস্যা সমাধানের ভার নেয় এবং এতে অংশ নিতে আমাকে আমন্ত্রণ জানায়। তাছাড়া কৃষি , যোগাযোগ ও বিদ্যুত সহ সি আন শহরের সংশ্লিষ্ট বিভাগ গ্রাম পরিদর্শন করতে যায়।
এরপর সি আন শহর সরকার প্রস্তাবটির জন্য ওয়েই ওয়েইকে লিখিত ধন্যবাদ দেয় এবং সে বছরের এপ্রিল মাসে চিউ চাইচ গ্রামের পানি ও বিদ্যুত ব্যবস্থা এবং পথ ঘাট সংস্কারে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নেয় । সংস্কারের পর গ্রামের বিরাট পরিবর্তন হয়েছে ।
ফাং হোংশেন ও গ্রামবাসীরা বিশেষভাবে জেলাশহরে গিয়ে ওয়েই ওয়েইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও প্রশংসা করেন । জনসাধারণের বিপুল প্রশংসার সম্মুখে মাদাম ওয়েই ওয়েই শান্তভাবে বলেন , স্থানীয় লোকের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার । এটা জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ । এটা আমার কর্তব্য।
দশ বারো বছর ধরে জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য নিযুক্ত হলেও মাদাম ওয়েই ওয়েই একটুও আলস্য করার এক মুহুর্ত সময় পাননি । এ বছরের বার্ষিক অধিবেশন চলাকালে মহা গণ ভবনে সভায় অংশ নেয়া ছাড়া তিনি কোথায়ও যাননি । তিনি শুধু হোটেলে দলীয় আলোচনা সভায় বক্তৃতা দেয়ার প্রস্তুতি নিয়েছিলেন ।
কয়েক বছর ধরে মাদাম ওয়েই ওয়েই নতুন গ্রাম নির্মাণের পরিবেশ সমস্যার ওপর গুরুত্ব দিয়ে আসছেন । এজন্য তিনি বেশ কয়েকটি গবেষণা চালিয়েছেন এবং সেনসি প্রদেশের প্রায় সবকটি শহর ও জেলা পরিদর্শন করেছেন ।
"দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে প্রেরণ" প্রকল্পে উত্তর চীনের পানির অভাব সমস্যা নিষ্পত্তি করার একটি বৃহত বুনিয়াদী ব্যবস্থা । সেনসি প্রদেশ এই প্রকল্পের মধ্যাংশের একটি পানি উত্স । তাই উত্স এলাকার প্রাকৃতিক পরিবেশ ভালভাবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । "দক্ষিণের পানি উত্তরে প্রেরণ" প্রকল্পের মধ্যাংশের পানি উত্স এলাকা ও বন এলাকার নির্মাণ জোরদার এবং দক্ষিণ সেনসি প্রদেশের গ্রামাঞ্চলকে আর্থিক দিক থেকে আরও বেশি সাহায্য ও সহায়ক নীতি সম্পর্কিত প্রস্তাব তিনি সরকারের কাছে পেশ করেন ।
মাদাম ওয়েই ওয়েই একজন সরল এবং আবেগপ্রবণ নারী। জনসাধারণের মতামত জেনে নেয়া এবং প্রকাশ করা রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের কর্তব্য পালনের গুরুত্বপূর্ণ ভিত্তি । তিনি বলেন, সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে চাইলে আমাকে মনেপ্রাণে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে । নইলে যাদের প্রতিনিধিত্ব করছি এবং যারা আমাকে সমর্থন করছেন আমি তাদের কাছে ঋণী হয়ে থাকব ।
|