প্রাকৃতিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে চীন ২ লাখ বর্গকিলোমিটারেরও বেশি পাথুরে মরুভূমি অঞ্চলের সংস্কার করবে।
চীনের জাতীয় বন ব্যুরোর উপ-মহাপরিচালক জু লিয়ে কে ১০ জুন কুইচৌর বিচিয়েতে অনুষ্ঠিত 'চীনের বিচিয়ে পাথুরে মরুভূমি অঞ্চলের সংস্কার ও প্রাকৃতিক সভ্যতা সংক্রান্ত উচ্চ পর্যায়ের ফোরামে' বলেন, পাথুরে মরুভূমি সংস্কার করার প্রধান ব্যবস্থা হচ্ছে আবার সবুজ পাহাড় ও নীল নদী সৃষ্টি করা। এর প্রধান উপায় হচ্ছে বনাঞ্চলের আয়তন পুনরুদ্ধার করা। প্রধান দায়িত্ব হচ্ছে বনাঞ্চলকে কেন্দ্র করে জাতীয় প্রাকৃতিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। চূড়ান্ত লক্ষ্য হচ্ছে বন সম্পদ ও জনগণকে সমৃদ্ধ করা।
বর্তমানে চীনের পাথুরে মরুভূমির আয়তন ১ কোটি ২৯ লাখ ৬০ হাজার হেক্টর। প্রতি বছর ২ থেকে ৪ শতাংশ হারে এর আয়তন বাড়ছে। চীনের ২২ কোটি মানুষ পাথুরে মরুভূমির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|