চীনের মহাপ্রাচীর সাধারণ কোম্পানীর প্রেসিডেন্ট ওয়াং হাই পো ৯ জুন সিছুয়ানের সিছাং-এ বলেন, ৯ জুন রাতে সিছাং-এ 'চায়নাস্যাট-৯' সরাসরি তথ্য সম্প্রচারকারী উপগ্রহ উত্ক্ষেপণ সফল হয়েছে। এ থেকে দ্বিতীয়বার প্রমাণিত হয়েছে যে, চীনের বিদেশের জন্য আরো বেশি উত্ক্ষেপণ উপগ্রহ সরবরাহে সক্ষম।
উল্লেখ্য যে, এবার হচ্ছে 'লংমার্চ তিন নম্বর-খ' রকেটের দশম বার উত্ক্ষেপণ এবং লংমার্চ ধারাবাহিক রকেটের ১০৭তম উত্ক্ষেপণ। মহাপ্রাচীর সাধারণ কোম্পানী হচ্ছে এবারের উত্ক্ষেপণ প্রকল্পের ঠিকাদার।
ওয়াং হাই পো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের মহাকাশযানের সামর্থ্য দ্রুত বাড়ছে। রকেট প্রযুক্তি দিন দিন আধুনিক হচ্ছে। চীনের মহাকাশযান শিল্পের উন্নয়ন ও বিশ্বায়নের জন্য বিস্তীর্ণ প্লাটফর্ম সৃষ্টি হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|