ইরান ও ইরাকের সামরিক সহযোগিতা জোরদার করার জন্য ৯ জুন দু'পক্ষ তেহরাণে সংশ্লিষ্ট আত্মরক্ষা সহযোগিতামূলক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
দু'দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের স্বাক্ষরিত এ স্মারকে জোর দিয়ে বলা হয়, দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা বিশেষ করে সামরিক ক্ষেত্রের সহযোগিতা উন্নয়নের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। দু'পক্ষ যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে।
এদিন মার্কিন মুখপাত্র সিন ম্যাককর্ম্যাক, ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকির ইরান সফর এবং দু'পক্ষের সামরিক সহযোগিতা জোরদার সম্পর্কে বলেন, ইরানের সঙ্গে ইরাকের সহযোগিতা সম্পর্ক জোরদারের ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়।
সংবাদদাতার প্রশ্নের উত্তরে ম্যাককর্ম্যাক বলেন, ইরাক ও ইরান হচ্ছে দু'টি প্রতিবেশী দেশ। এ দু'টি দেশের সরকারের উচিত একটি উন্মুক্ত রূপ রেখার মাধ্যমে সহযোগিতার উপায় খুঁজে বের করা। তিনি আরো বলেন, ইরানের সঙ্গে যোগাযোগের ব্যাপারে ইরাক সরকার নিজের জনগণের সর্বোচ্চ স্বার্থ অনুযায়ী আনুষংগিক নীতি নির্ধারণ করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আস্থাবান।--ওয়াং হাইমান
|