v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-09 20:31:41    
রাশিয়ার চিকিত্সক দল সিছুয়ান প্রদেশের ভূমিকম্প দুর্গত এলাকায় ইতিবাচকভাবে চিকিত্সা সেবা দিচ্ছে

cri
    ৬৭জন চিকিত্সা কর্মী নিয়ে গঠিত রাশিয়ার চিকিত্সক সেবা প্রদান দল হচ্ছে চীনের সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্প দুর্গত এলাকায় পৌঁছানো প্রথম আন্তর্জাতিক চিকিত্সা দল। ২১ মে এই দলটি গুরুতর দুর্গত এলাকা ফেং চৌতে পৌঁছানোর পর দলের সদস্যরা জরুরী ত্রাণ হিসেবে মাঠ পর্যায়ের হাসপাতাল স্থাপন করে এবং আহতদের চিকিত্সা দেয়ার কাজ চালিয়ে যাচ্ছে।(১)

    রাশিয়া চিকিত্সা সেবা প্রদান দলটি জরুরী ত্রাণ কাজ হিসেবে মাঠ পর্যায়ের হাসপাতাল নির্মাণের কাজ সম্পন্ন করার পর পরই প্রথম দফায় আহতদের সুচিকিত্সা দিয়েছে। ৮০ বছর বয়সী ইয়াং ই স্যু আহতদের মধ্যে একজন। ১২ মে ভূমিকম্পের সময় তিনি উপর থেকে নিচে পড়ে যান। এতে তার মেরুদন্ড ভেঙ্গে যায় এবং প্রচন্ড আঘাতে মস্তিষ্কে ছোট ক্ষত হয়েছে। স্থানীয় হাসপাতালগুলো ভূমিকম্পে গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে চিকিত্সা দেয়ার অবস্থা সেখানে ভালো নেই। সুতরাং উদ্ধারকর্মকর্তা ইয়াং ই স্যুকে তাই জরুরী ভিত্তিতে রাশিয়ার মাঠ পর্যায়ের হাসপাতাল পাঠিয়েছে।(২)

    মাঠ পর্যায়ের জরুরী ত্রাণ হাসপাতালে পৌঁছানোর এক ঘন্টার মধ্যেই রাশিয়ার চিকিত্সক ইয়াং ই স্যুকে অস্ত্রোপচার করেন। চিকিত্সা দলের মহাপরিচালক আলেক্সান্ডার ইভানুস আমাদের সংবাদদাতাকে বলেছেন, রাশিয়ার চিকিত্সক দলটির ত্রাণ কাজ এতো ফলপ্রসুভাবে চালাতে পারার প্রধান কারণ হলো মাঠ পর্যায়ের হাসপাতালের শ্রেষ্ঠ স্থাপনা। তিনি বলেছেন, (৩)

    এই হাসপাতালের সব সাজ-সরজ্ঞাম আধুনিক এবং সহজে বহন করা যায়। কেবল গাড়ির মাধ্যমে পরিবহন করা যায় তাই নয়, বরং হেলিকপ্টার ও পরিবহন বিমানের মাধ্যমেও ত্রাণ-সামগ্রী আকাশ থেকে মাটিতে ফেলা যায়। সুতরাং এ ধরণের হাসপাতাল আকাশের ভ্রাম্যমান হাসপাতাল বলেও সুপরিচিত। হাসপাতাল ত্রাণ কাজ, চিকিত্সা ও প্রকল্পসহ ১৬টি পরিসেবা দিতে পারে।

    ইভানুস বলেছেন, এই মাঠ পর্যায়ের হাসপাতাল প্রতিদিন দুশো গুরুতর আহতদের জন্য চিকিত্সা করতে পারে এবং পাঁচজন থেকে দশজনকে একসঙ্গে অস্ত্রোপচার করতে পারে।

    তাছাড়া, রাশিয়ার চিকিত্সা সেবা দলের সকল চিকিত্সকের জরুরী চিকিত্সা উদ্ধার ক্ষেত্রের বেশি অভিজ্ঞতা রয়েছে। তাঁরা ভারত মহাসাগরের জলোচ্ছ্বাসসহ গুরুতর দুর্যোগপূর্ণ ঘটনার জন্যে চিকিত্সা উদ্ধার কাজ চালিয়েছেন।

    তিনি বলেছেন, যদিও বর্তমানে ত্রাণ কাজ খুব কঠিন, তবুও তিনি আনন্দের সঙ্গে দেখেছেন যে, ভূমিকম্প দুর্গত অঞ্চলে অস্থায়ী বাড়ি নির্মাণ এবং মহামারী প্রতিরোধের কাজ পুরোদমে চলছে।(৪) তিনি বলেন,

    ভূমিকম্প পাহাড়ী অঞ্চলে ঘটেছে। সড়কগুলো খুবই গুরুতরভাবে বিনষ্ট হয়েছে। দুর্গত অঞ্চলের জনগণকে পাহাড় থেকে দ্রুতভাবে সমতলে হস্তান্তর করা খুবই কঠিন। সুতরাং উদ্ধার ও ত্রাণ কাজ বেশি সমস্যার সম্মুখুণ হচ্ছে। তবে এতো গুরুতর বিপর্যয়ের মুখে চীন সরকার ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ কাজ সুশৃঙ্খলভাবে চালাচ্ছে। এতে আমি অত্যন্ত বিস্মিত বোধ করি।

    আহতদের চিকিত্সা করা ছাড়াও, রাশিয়ার চিকিত্সকরা দুর্গত এলাকার জনগণের মনস্তত্ত্ব-সন্বন্ধীয় পরামর্শও দিয়েছেন। জরুরী মাঠ পর্যায়ের হাসপাতালে আমাদের সংবাদদাতা দেখেছেন যে, ডাক্টর ওলিয়া মাকারোভা একজন তিন বছর বয়সী মেয়েকে মনস্তত্ত্ব-সন্বন্ধীয় পরামর্শ করছেন। জানা গেছে, এই মেয়ের পিতা ও মাতা ভূমিকম্পে গুরুতর আহত হয়েছে। সেও ভীত হয়ে পড়েছে। মাকারোভা আমাদের সংবাদদাতাকে বলেছেন, তিনি আশা করেন, বৈজ্ঞনিক চিকিত্সার মাধ্যমে ছোট মেয়েটি তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে।(৫)তিনি বলেন,

    ভূমিকম্পের পর সাধারণত দুর্গতরা আতঙ্কিত হয়ে পড়ে। যেমন আত্মীয় মারা যাওয়ার জন্যে বেদনা, বাড়ি আবার ধ্বংস হওয়া বা ভূমিকম্প আবার হতে পারে বলে ভয় পাওয়া। সব সময় আমরা তাদের সঙ্গে সংলাপ করি এবং ছোট শিশুদের সঙ্গে ছবি আঁকার চর্চা করি। তাদের ভয় লাগানো বা সুন্দর ইচ্ছা ছবি আঁকার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশের সুযোগ দেয়া হয়।

    যদিও ভাষা আলাদা, তবে মাকারোভা নানা ধরণের বডি ল্যাংগোয়েজের মাধ্যমে শিশুদের সঙ্গে বিনিময় প্রয়াস চালাচ্ছেন।(৬)

    সাক্ষাত্কার শেষে ছোট মেয়ে মৃদু হেসে ফেলে। বেশি সময় এই হাসি তার মুখে দেখা যায় নি। মাকারোভা বলেছেন, তিনি আশা করেন, শিগ্গিরই এ ভূমিকম্পে সকল আহতদের মুখে হাসি দেখতে পাবেন।