চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চলে তিউনিসিয়া ও জাপানের দেওয়া ত্রাণ-সামগ্রী ৮ জুন ছেং তুতে আসছে।
৮ জুন ভূমিকম্প দুর্গত অঞ্চলে তিউনিসিয়ার মোট ৫ শ তাঁবুসহ ৫৮ টন ত্রাণ-সামগ্রী বিশেষ বিমানে সি ছুয়ান প্রদেশের ছেং তু শুয়াং লিউ বিমান বন্দরে পৌঁছার কথা ছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
জাপানের " চীন -জাপানের সম্পর্ক উন্নয়ন লীগ" মোট ৩ কোটি ২০ হাজার ত্রাণ-সামগ্রী জাপানের রেড ক্রস সোসাইটির মাধ্যমে চীনের রেড ক্রস সোসাইটিকে হস্তান্তর করেছে এবং ইতোমধ্যেই সেগুলো ভূমিকম্প দুর্গত অঞ্চলে পাঠানো হয়েছে। এর মধ্যে বড় আকারের সামরিক তাঁবু, তাত্ক্ষণিক পরিবেশন যোগ্য নুডল্স, কলম, নোটবুক ,কলম ও গ্লোভস রয়েছে।--ওয়াং হাইমান
|