গত কয়েক দিনে কয়েকটি দেশের প্রবাসী চীনারা নানা কর্মসূচী নিয়ে চীনের ঐতিহ্যিক তুয়ান উ উত্সব উদযাপন করেছেন এবং সিছুয়ান প্রদেশের ভূমিকম্প কবলিত এলাকাগুলোর জন্যে চাঁদা তুলেছেন ।
সিংগাপুরের চীনা নগর নিউ ছে সুই রোববার তুয়ান উ উত্সব উদযাপনের জন্যে বিশেষ খাবার চুং চি তৈরির মাধ্যমে দাতব্য অনুষ্ঠানের আয়োজন করে । চীনের ভূমিকম্প দুর্গত এলাকাগুলোকে সাহায্য করার জন্যে এ অনুষ্ঠানের উদ্যোক্তা উ ইয়ু সিং কোম্পানি ৩০ হাজার ইউয়ান দান করে ।
ড্রাগণ নৌকা উত্সব রোববার ব্রিটেনের লন্ডনের আর্থিক নগর বিমানবন্দরের নিকটে টেমস নদীতে অনুষ্ঠিত হয় । এ উত্সব একটানা ৭ ঘন্টা স্থায়ী হয় । একই সময় এ উত্সবের সংগঠকরা সিছুয়ান প্রদেশের ভূমিকম্প দুর্গত এলাকাগুলোর জন্যে চাঁদা তুলেছেন ।
রোববার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হুনান ও হুপেই প্রদেশের স্বদেশবাসী সমিতির প্রায় ৬০জন প্রবাসী চীনা সমবেত হয়ে আনন্দের সংগে তুয়ান উ উত্সব পালন করেন ।
কংগো ( কিনশাসায়) মোতায়েন চীনা শান্তিরক্ষী বাহিনীর চিকিত্সা দলের কর্মীরা শনিবার বুকাভু শহরে জাতিসংঘ মিত্র বাহিনী ও স্থানীয় বন্ধুদের সংগে তুয়ান উ উত্সব পালন করেন ।
|