ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ৮ জুন বলেছেন, তিনি আশা করেন, ইরাক বর্তমানের স্পর্শকাতর সময় সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবে।
এদিন সফররত ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সঙ্গে বৈঠকে তিনি বলেন, বর্তমানে ইরাক স্পর্শকাতর সময়ের মধ্যে রয়েছে। তবে ইরাকের জাতীয় সামর্থ্য ও জাতীয় ঐক্যের কারণে চমত্কার ভবিষ্যত্ সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন, ইরাকের প্রতিবেশী দেশ,মিত্র ও জাতিসংঘের উচিত ইরাকের স্থিতিশীলতা ও নিরাপত্তা পুনরুদ্ধারে সাহায্য করা। ইরাকের বিভিন্ন সুপ্রতিবেশী দেশের উচিত আরো বড় ভূমিকা পালন করা।
মালিকি বলেন, ইরাক ও ইরানের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার সম্পর্ক ত্বরান্বিত করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, একটি স্থিতিশীল ইরাক এ অঞ্চল এমনকি বিশ্বের নিরাপত্তা সুরক্ষার জন্য কল্যাণকর।
এদিন ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী সালাহ আল-ওবেইদির সঙ্গে বৈঠকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোস্তাফা মোহাম্মদ নাজার বলেছেন, দু'দেশ সামরিক সহযোগিতা জোরদার করবে। ইরান ইরাকের বৈধ সরকারকে সমর্থন করে।(লিলু)
|