থাং চিয়া শান ভূমিকম্প হ্রদ থেকে বন্যা প্রতিরোধের জন্যে ৯ জুন সকালে চীনা গণ মুক্তি ফৌজের সৈনিকরা হ্রদের প্রতিবন্ধকতা দূর করার জন্যে দশ বারোবার বিস্ফোরণ ঘটিয়েছেন এবং ইতিবাচক ফল পেয়েছেন । চীনের সিছুয়ান প্রদেশের ভয়াবহ ভূমিকম্পের জন্যে সৃষ্ট পাহাড়ধসের কারণে চিয়ান চিয়ান নদী আটকে গিয়ে থাং চিয়ান শান হ্রদ সৃষ্টি হয় ।
৯ জুন দুপুর ১২টা পর্যন্ত থাং চিয়া শান হ্রদের পাশে খনন করা প্রধান খাল দিয়ে স্রোতে পানির পরিমাণ সেকেন্ডে ৫০ কিউবিক-মিটার ছাড়িয়ে গেছে ।
তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন , স্রোতে পানির পরিমাণ বাড়ার অর্থ এই নয় যে , বন্যার আশংকা আর থাকবে না । এ হ্রদ এখনো খুব বিপদজনক অবস্থায় রয়েছে । বর্তমানে স্থানীয় সরকার স্থানান্তরিত জনসাধারণের খাওয়া ও থাকার অবস্থা উন্নত করার জন্যে চেষ্টা করে যাচ্ছে ।
|