চীনের সিছুয়ান প্রদেশের থাং চিয়া শান ভূমিকম্প হ্রদের বিপর্যয় দূরীকরণ সদর দফতর সূত্রে জানা গেছে , শনিবার সকাল ৭ টা ৮ মিনিট থেকে থাং চিয়া শান ভূমিকম্প হ্রদের পানি তার পাশে খনন করা একটি খাল থেকে নির্গমনের পর বিপর্যয় দূরীকরণের কাজ সুষ্ঠুভাবে চলছে ।
৮ জুন দুপুর ৩টা পর্যন্ত স্রোতে পানির পরিমাণ সেকেন্ডে ২১.৫ কিউবিক-মিটারে দাঁড়িয়েছে ।
উল্লেখ্য যে , থাং চিয়া শান গুরুতর ভূমিকম্প কবলিত পেইছুয়ান জেলা থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত । ভয়াবহ ভূমিকম্পের পর পাহাড়ীধসের কারণে সেখানকার চিয়ান চিয়াং নদী আটকে গিয়ে একটি প্রকান্ড হ্রদ সৃষ্টি হয় । এ হ্রদের বাঁধের ভাংগন রোধের জন্যে এ হ্রদের নিম্ন অববাহিকার ২ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয় । একই সময় গণ মুক্তি ফৌজের সৈনিকরা কয়েক দিনের মধ্যে এ হ্রদের পাশে ৪ শতাধিক মিটার দীর্ঘ একটি খাল খনন করেন ।
|