v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-08 19:06:26    
পাঁচ দেশের জ্বালানি মন্ত্রী সম্মেলনে যৌথভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান

cri

    ৭ জুন জাপানের অওমোরিতে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়া এ পাঁচটি দেশের জ্বালানি মন্ত্রী সম্মেলন থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রধান অর্থনৈতিক গোষ্ঠীগুলোর যৌথভাবে আন্তর্জাতিক তেল বাজারের স্থিতিশীলতা রক্ষা এবং বিশ্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

    বিবৃতিতে আরো বলা হয়েছে, তেলের অতিরিক্ত উচ্চ মূল্য বজায় থাকলে ভোক্তা রাষ্ট্র ও উত্পাদনকারী রাষ্ট্র উভয়ের স্বার্থ ক্ষুন্ন হবে। এতে সম্পদের ঘাটতি আছে এমন উন্নয়নশীল দেশগুলোর ওপরে আরো ভারী বোঝা চেপে বসবে। তেলের উচ্চ মূল্য মোকাবিলায় সম্মেলনে অংশগ্রহণকারী পাঁচটি দেশ নিজ দেশের তেল উত্পাদন ক্ষেত্রে বিনিয়োগ বাড়াবে। এর পাশাপাশি তারা অন্যান্য তেল উত্পাদনকারী দেশগুলোর বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে। এ পাঁচটি দেশ জ্বালানি সম্পদ সাশ্রয় এবং বিকল্প জ্বালানি উন্নয়নসহ সংশ্লিষ্ট নীতি গ্রহণ করবে।

    সম্মেলনে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-মহাপরিচালক চাং কুও পাও বলেন, তেলের মূল্য একটানা বৃদ্ধির কারণে বিশ্ব অর্থনীতির ওপর গুরুতর চাপ সৃষ্টি হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান তেল ভোক্তা দেশ ও আমদানীকারক দেশ হিসেবে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়ার জ্বালানি মন্ত্রীরা একমত হন যে, তেল বাজার ও অর্থ বাজারের সম্পর্কে কীভাবে ভারসাম্য আনা যায় এবং তেল বাজারের অতিরিক্ত ঝুঁকি কাটানোর উপায়সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা উচিত, যাতে বর্তমান কঠোর চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। (ইয়ু কুয়াং ইউয়ে)