৭ জুন দুপুরে ভারত চীনের ভূমিকম্প দুর্গত অঞ্চলকে দেয়া ভারতীয় তাঁবু সিছুয়ানের রাজধানী ছেংতুতে পৌঁছেছে।
এ দিন দুপুরে ভারতের সামরিক বিমান ২০০টি তাঁবু নিয়ে ছেংতু শোংলিউ বিমান বন্দরে নামে। এটা হচ্ছে চীনের ভূমিকম্প দুর্গত অঞ্চলকে দেয়া ভারতের অষ্টম দফা ত্রাণ সামগ্রী।
ওয়েনছুয়ান ভূমিকম্পের পর ভারত সরকার চীনের দুর্গত অঞ্চলকে মোট ৫০ লাখ মার্কিন ডলারের ত্রাণ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেয়। এ ত্রাণ সামগ্রী ধারাবাহিকভাবে চীনে পাঠানো হচ্ছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|