এ বছরের ৮ জুন হচ্ছে চীনের দুয়ানউ উত্সব অর্থাত্ ড্রাগন নৌকা উত্সব। দুয়ানউ উত্সবের ইতিহাস দু হাজার বছরের বেশি সময়ের।
ওয়েনছুয়ান ভূমিকম্পের পর চীন প্রথম বারের মতো কোনো ঐতিহ্যিক উত্সবকে স্বাগত জানাতে যাচ্ছে। ঐতিহ্যিক উত্সব উদযাপনের পাশাপাশি চীনা জনগণ ভূমিকম্প দুর্গত অঞ্চলের ওপর গভীর মনোযোগ রেখেছে।
দুয়ানউ উত্সবের আগে হুনান প্রদেশের মিলোতে আন্তর্জাতিক ড্রাগন নৌকা আমন্ত্রণী প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। পেইচিং, চিয়াংসু ও শাংহাইসহ নানা অঞ্চলে ড্রাগন নৌকা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি সভা ও চোংজি তৈরির প্রতিযোগিতাসহ নানা সাংস্কৃতিক কর্মসূচী পালিত হয়েছে।
ভূমিকম্প দুর্গত অঞ্চলের স্বদেশবাসীরাও আগের মতো দুয়ানউ উত্সবের সময় চোংজি খেতে পারবেন। সিছুয়ান প্রদেশের একটি মোটরগাড়ি মেরামত কারখানার মালিক ১০ হাজারটি চোংজি বানিয়ে দুর্গত অঞ্চলে পাঠিয়েছেন।
উল্লেখ্য, চোংজি হচ্ছে দুয়ানউ উত্সবের দিনে চীনাদের এক ধরনের আবশ্যিক বৈশিষ্ট্যময় খাবার। (ইয়ু কুয়াং ইউয়ে)
|