রাশিয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, রাশিয়ার কেমেরোভো রাজ্য সরকারের তথ্য কার্যালয় ৭ জুন জানিয়েছে, কেমেরোভো রাজ্যের গভর্ণরের আমন্ত্রণে চীনের ভূমিকম্প দুর্গত অঞ্চলের ১০০ জন ছাত্রছাত্রী ১৭ জুলাই সেখানে পৌঁছবে। তারা 'সাইবেরিয়ান রূপকথা' গ্রীষ্ম অবকাশ কেন্দ্রে তিন সপ্তাহব্যাপী মানসিক চিকিত্সা গ্রহণ করবে।
জানা গেছে, 'সাইবেরিয়ান রূপকথা' গ্রীষ্ম অবকাশ কেন্দ্রের চিকিত্সার মান খুব ভালো। সেখানে সেরা চিকিত্সক ও মনস্তত্ত্ববিদরা আছেন।
এর আগে রাশিয়ার স্বার্দলভস্ক রাজ্য ও চেলিয়াবিনস্ক রাজ্যও চীনের দুর্গত অঞ্চলের ছাত্রছাত্রীদেরকে চিকিত্সা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|