থাং চিয়াশান ভূমিকম্প-হ্রদ তদারকি কেন্দ্র থেকে জানা গেছে , ৭ জুন সকাল ৭টা ৮ মিনিটে থাং চিয়াশানের ভূমিকম্প-হ্রদের নতুন কাটা খাল দিয়ে পানি সরানোর কাজ শুরু হয়েছে । পানি বের হওয়ার জন্য কাটা খালের অবস্থা স্থিতিশীল রয়েছে । বাঁধও নিরাপদ আছে ।
বাঁধের ভাঙন প্রতিরোধের জন্য থাং চিয়াশান ভূমিকম্প-হ্রদের নিম্ন অববাহিকার ২ লাখ নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে । পানি স্বাভাবিকভাবে সরিয়ে নেওয়ার জন্য প্রকৌশলীরা ৪০০ মিটার দীর্ঘ একটি খাল খনন করেছেন ।
এর আগে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ৬ জুন বিকেলে তৃতীয়বারের মতো লাখ লাখ মানুষের জীবনের সঙ্গে জড়িত এই জায়গাটি পরিদর্শন করেন । তিনি জোর দিয়ে বলেন , নিরাপত্তাকে প্রথম স্থানে রাখা উচিত । বিপদ দূর করার প্রক্রিয়ায় জনসাধারণ যেন হতাহত না হয় । --চুং শাওলি
|