v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-06 21:00:34    
কাজাখস্তান খেলোয়াড়রা পেইচিং অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছে

cri
    কাজাখস্তান স্বাধীন হওয়ার পর এবার তারা পঞ্চম বারের মতো গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিতে যাচ্ছে। সম্প্রতি কাজাখস্তান অলিম্পিক কমিটির মহাসচিব তিমুর দোসিমবেতোভ চীনা সংবাদদাতাকে সাক্ষাত্কার দিয়েছেন।

    কাজাখস্তান অলিম্পিক কমিটির মহাসচিব হিসেবে দোসিমবেতোভ বেশ কয়েকবার ক্রীড়া দলকে নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পেইচিং এর মধ্যে অন্যতম। তিনি বলেন, এবার পেইচিং অলিম্পিক মশালের বিদেশ যাত্রার প্রথম শহর হিসেবে আলমাটি খুব গর্বিত। মশালটি পেইচিং অলিম্পিকের ওপর কাজাখস্তানের জনগণের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন:

    "আমি অনেক বার পেইচিংয়ে গিয়েছি। আমি দেখেছি যে মাত্র ২০ বছরের মধ্যে এই শহরের কি নাটকীয় পরিবর্তন ঘটেছে। অবকাঠামো আরো পরিপূর্ণ হয়েছে এবং শহরটি আরো সুন্দর হয়ে উঠেছে। আধুনিক ক্রীড়া প্রযুক্তি ও উদ্ভাবনেও পেইচিংয়ের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কাজাখস্তান ও চীনের সম্পর্ক খুব ভাল এবং মশাল যাত্রার মাধ্যমে দু'দেশের মৈত্রী আরো গভীর হয়েছে।"

    দোসিমবেতোভ পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন:

    "আমি বিশ্বাস করি পেইচিং অলিম্পিক গেমস ইতিহাসের সবচেয়ে ভাল এবং চমত্কার অলিম্পিকগুলোর মধ্যে একটি হবে। পেইচিংয়ের স্টেডিয়ামগুলো খুব আকর্ষণীয়, যেমন "বার্ড নেস্ট" ও "ওয়াটার কিউব"। এদুটি হচ্ছে শ্রেষ্ঠ নমুনা। অলিম্পিক গ্রাম স্টেডিয়ামের কাছাকাছি, ফলে খুব সুবিধাজনক।"

    ১৯৯১ সালে কাজাখস্তান স্বাধীন হওয়ার পর ক্রীড়া ক্ষেত্রে তার উন্নয়ন দ্রুত গতিতে বিশ্বের স্বীকৃতি পেয়েছে। ২০০৪ সালের এথেন্স অলিম্পিক গেমসে কাজাখস্তান ১টি স্বর্ণ পদক, ৪টি রোপ্য পদক এবং ৩টি ব্রোঞ্জ পদক পায়। পদকের সংখ্যার দিক দিয়ে কাজাখস্তান ৪০তম স্থানে ছিল। এবারের পেইচিং অলিম্পিক গেমসে অংশগ্রহণ প্রসঙ্গে দোসিমবেতোভ বলেন, পেইচিং অলিম্পিক কাজাখস্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট প্রস্তুতি কাজও এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তিনি বলেন:

    "বর্তমান কাজাখস্তান জাতীয় দলের খেলোয়াড়দের লক্ষ্য হলো পেইচিং অলিম্পিক গেমসে যাতে আরো বেশি ক্রীড়াবিদ অংশ নেওয়ার সুযোগ পান সে চেষ্টা করা। আমরা এখন ১০০জনের দল গঠনের চেষ্টা করছি।"

    কাজাখস্তানের পদক অর্জনের লক্ষ্য সম্পর্কে দোসিমবেতোভ বলেন:

    "আমরা কতগুলো পদক পাবো তা এখন বলা মুশকিল। তবে আমরা বক্সিং, রেসলিং এবং শুটিং ইভেন্টে পদক পাওয়ার জন্য চেষ্টা করবো। আমাদের খেলোয়াড়রা ভাল করতে পারলে সারা কাজাখস্তান তাদের জন্য উচ্ছ্বসিত হবে।"

    সাবেক ক্রস-কান্ট্রি স্কিইং খেলোয়াড় ভ্লাদিমির স্মিরনভ কাজাখস্তানের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বার অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। তিনি এবারের পেইচিং অলিম্পিক গেমসে কাজাখস্তানের ৮ থেকে ১০টি পদক পাওয়ার ব্যাপারে খুব আশাবাদী। তিনি বলেন:

    "কাজাখস্তানের খেলোয়াড়দের পদক পাওয়ার সামর্থ্য আছে। বিশেষ করে ভারোত্তলন, এই ইভেন্টে কাজাখস্তানের স্বর্ণ পদক পাওয়ার সম্ভাবনা বেশি। মুষ্টিযুদ্ধ এবং কুস্তিতেও আমাদের স্বর্ণ পদক পাওয়ার সম্ভাবনা আছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দিমিত্রি কারপভের স্বর্ণ পদক পাওয়ার সম্ভাবনা বেশি। বলা যায়, আমরা নিজের অংশ নেয়ার পরিকল্পনা করেছি। কিন্তু বাস্তব অবস্থাও বিবেচনা করতে হবে। আমি মনে করি কাজাখস্তানের খেলোয়াড়রা তিনটি স্বর্ণ পদক এবং মোট ৮ থেকে ১০টি পদক পাবে।"

    ভ্লাদিমির স্মিরনভ বলেন, দিমিত্রি কারপভ হলেন পুরুষদের ডেকাথলন ইভেন্টের বিখ্যাত খেলোয়াড়। ২০০৪ সালের এথেন্স অলিম্পিক গেমসে তিনি রোপ্য পদক পেয়েছিলেন। ২০০৬ সালের দোহা এশিয়া গেমসে তিনি স্বর্ণ পদক পান।

    ২ এপ্রিল কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটিতে পেইচিং অলিম্পিক মশালের বিদেশে হস্তান্তরের প্রথম শহর ছিল। ২০১১ সালে আলমাটি এবং রাজধানী আসতানা যৌথভাবে সপ্তম শীতকালীন এশিয়ান গেমস আয়োজন করবে। সেটি হবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া পর মধ্য-এশিয়ার প্রথম বারের মতো এশিয়ান গেমস আয়োজন। পেইচিং অলিম্পিক হবে কাজাখস্তানের ক্রীড়া ক্ষেত্রে শক্তিশালী দেশের অবস্থানকে দৃঢ়তর করার একটি সুযোগ। (ইয়াং ওয়েই মিং)