v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-06 20:13:24    
পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান প্রদর্শনীর সুফল

cri

    সম্প্রতি ৬ দিনব্যাপী পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান শিল্প প্রদর্শনী পেইচিংয়ে শেষ হয়েছে । এতে ৩০টিরও বেশি দেশ ও অঞ্চল এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি দল অংশ প্রদর্শনীতে বেশ কয়েকজনের সাক্ষাত্কার থেকে আমাদের সংবাদদাতা জানতে পেরেছেন যে , অলিম্পিক সংক্রান্ত বিজ্ঞানের সদল প্রদর্শনী এবারের প্রধান বৈশিষ্ট। অলিম্পিক সম্পর্কিত এসব বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হবে । এতে মোটর গাড়ি , তথ্য , পরিবেশ রক্ষাসহ বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে চীনের মান আরো উন্নত হবে।

    চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় , বাণিজ্য মন্ত্রণালয় এবং পেইচিং সরকারের যৌথ উদ্যোগে পেইচিং পৌর আন্তর্জাতিক বিজ্ঞান শিল্প প্রদর্শনী আয়োজিত হয় । ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত মোট দশ বার এই প্রদর্শনী আয়োজিত হয়েছে । এখন বিজ্ঞান শিল্প প্রদর্শনী দেশ বিদেশের হাই টেক প্রযুক্তি এবং সংশ্লিষ্ট শিল্প বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে ।

    আগের প্রদর্শনীগুলোর তুলনায় এবার বিশেষ বৈশিষ্ট ছিল "অলিম্পিক বিজ্ঞান প্রদর্শনী এলাকা" । এ এলাকার আয়তন ৮ হাজার বর্গমিটার । আমাদের সংবাদদাতা লক্ষ্য করেছেন যে , চীনের থুং চি বিশ্ববিদ্যালয় ও সাংহাই ভোক্সওয়াগেন গাড়ি কোম্পানীর যৌথ উদ্যোগে উন্নয়ন করা বিশ্বদ্ধ জ্বালানীর গাড়ি দর্শকদের আকর্ষণ করেছে । সাংহাই ভোক্সওয়াগেন গাড়ি কোম্পানীর প্রযুক্তি কর্মী চাও ছাও জানিয়েছেন ,

    এই গাড়ির সবচেয়ে বড় সুবিধা হল "শূন্য নির্গমন" । আমাদের এ গাড়ি থেকে কিছু নির্গত সেটা কেবলই পানি । আমাদের এ গাড়িগুলো বিদ্যুত্ চালি । চাও ছাও বলেন , আগস্ট মাসে পেইচিং অলিম্পিক গেমস চলাকালে ২০টি বিশুদ্ধ জ্বালানীর গাড়ি অলিম্পিক গেমসের কাজে ব্যবহার করা হবে ।

    এবারের বিজ্ঞান শিল্প প্রদর্শনীতে ১৫০টিরও বেশি অলিম্পিক সম্পর্কিত বিজ্ঞান প্রকল্প অংশ নিয়েছে । বিশুদ্ধ জ্বালানীর গাড়ি ছাড়া অলিম্পিক স্টেডিয়াম বার্ড নেস্ট ও ওয়াটার কিউবসহ বড় স্টেডিয়ামের নির্মাণ ও মশাল হস্তান্তরসহ বিভিন্ন বড় অনুষ্ঠানে ব্যবহৃত হাই টেক প্রযুক্তিও এতে প্রদর্শনীত হয়েছে । অলিম্পিক গেমসের তথ্য সেবা , নাগরিক যোগাযোগ , খাদ্য নিরাপত্তা এবং আবহাওয়া পরিসেবাসহ বিভিন্ন হাই টেক প্রযুক্তিও প্রদর্শনীতে ছিল ।

    সংবাদদাতা দেখেছেন , অনেক দর্শক এবারের প্রদর্শনীর মাধ্যমে কাছ থেকে বিজ্ঞানসম্মত অলিম্পিক উপভোগ করেছেন । দর্শক লিং চি ফেন সংবাদদাতাকে জানিয়েছেন :

    আমি দেখেছি যে চীনের বৈজ্ঞানিক উন্নয়ন খুব দ্রুত । অনেক বৈজ্ঞানিক প্রকল্প আন্তর্জাতিক মানে পৌঁছেছে । যেমন বিশুদ্ধ জ্বালানীর গাড়ি পরিবেশ রক্ষার জন্য খুব সহায়ক হবে । তা ছাড়া , অলিম্পিকের স্টেডিয়াম নির্মাণে ব্যবহৃত পানি সাশ্রয় প্রযুক্তিও উন্নত মানের ।

    জানা গেছে , এসব বৈজ্ঞানিক প্রকল্প শুধু অলিম্পিক গেমসে ব্যবহৃত হবে তা নয় , বরং অলিম্পিক শেষে এসব প্রকল্প জনপ্রিয় করে তোলা হবে । চীনের বিজ্ঞান মন্ত্রী ওয়ান কাং বিজ্ঞান শিল্প প্রদর্শনীতে বক্তৃতা দেয়ার সময় বলেছেন :

    পেইচিং অলিম্পিক গেমসকে অলিম্পিক ইতিহাসের একটি বৈশিষ্টময় এবং উচ্চ মানের ক্রীড়া অনুষ্ঠান হিসেবে আয়োজন করার জন্য চীনের সংশ্লিষ্ট পক্ষ "সবুজ অলিম্পিকের মানদন্ড" রক্ষা, "বৈদুতিক গাড়ি উন্নয়ন" , পেইচিং শহরের বুদ্ধিবৃত্তিক যোগাযোগ"সহ দশটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রকল্প চালু করেছে । অলিম্পিক গেমসে ব্যবহার করার মাধ্যমে এসব প্রকল্প আরো বড় অর্থনৈতিক ও সামাজিক লাভ তৈরি করবে ।

    জনা গেছে , বর্তমানে বৈজ্ঞানিক অলিম্পিক সম্পর্কে চীনে মোট ৩২০টি পেটেন্ট অধিকার আবেদন করা হয়েছে । বৈজ্ঞানিক অলিম্পিক সম্পর্কিত প্রকল্পের অংশ হিসেবে বিদ্যুত্ চালিত গাড়ি , তথ্য , পরিবেশ রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের প্রযুক্তিগত মান ও উদ্ভাবনা ক্ষমতার উন্নতি হয়েছে ।

    বৈজ্ঞানিক অলিম্পিক ছাড়া , সংশ্লিষ্ট ফোরামও পেইচিং বিজ্ঞান শিল্প প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ অংশ । বিশেষজ্ঞরা মনে করেন , দেশ বিদেশের বিখ্যাত বিজ্ঞানী , অর্থনীতিবিদ , নোবেল পুরস্কার বিজয়ী , বিশ্বের ৫০০ শক্তিশালী কোম্পানীর প্রধানরা , বিশ্বের বিখ্যাত পুঁজি বিনিয়োগ সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং চীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ফোরামে বক্তৃতা দিয়েছেন এবং বিশ্বের হাই টেক প্রযুক্তি উন্নয়নের সর্বশেষ চিন্তাধারা চীনে নিয়ে এসেছেন । এর পাশাপাশি চীনের বিজ্ঞান শিল্প উন্নয়নের সর্বশেষ নীতি , পরিকল্পনা ও প্রবণতা বিশ্বে ছড়িয়ে পড়েছে ।

    এবার প্রদর্শনীতে ছ'টি ফোরাম আয়োজিত হয় । দেশের অর্থনীতি , সমাজ ও বিজ্ঞান শিল্পের উন্নয়ন সম্পর্কিত ৬টি বিশেষ ফোরাম ও দু'টি বিশেষ অনুষ্ঠানে আন্তর্জাতিক সংস্থার ১৫৩ জন দায়িত্বশীল ব্যক্তি , সরকার বিভাগের কর্মকর্তা , দেশ বিদেশের বিখ্যাত বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীরা জ্বালানী ব্যবহার , স্বাতন্ত্র্য ও সৃজনশীলতার শক্তি বাড়ানো , নতুন জ্বালানী উন্নয়ন , জ্বালানী সাশ্রয় এবং শহরের নিরাপত্তা , উত্পাদন পরিসেবা শিল্পের উন্নয়নসহ বিভিন্ন আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেছেন । ফোরাম ৩ হাজারেরও বেশি শ্রোতাকে আকর্ষণ করেছে ।

    বৈজ্ঞানিক উদ্ভাবন ও শহর নিরাপত্তা ফোরামে অলিম্পিক চলাকালে শহরের নিরাপত্তা পরিচালনা ব্যবস্থার উন্নয়ন , নিরাপদ অলিম্পিক কৌশল কার্যকর করা , শহরের সংকট মোকাবিলা ব্যবস্থা গড়ে তোলা , উন্নত শহরের আকষ্মিক পরিস্থিতি মোকাবিলার সংস্কৃতি সৃষ্টি করাসহ বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের সংলাপ হয়েছে । বিজ্ঞানের ব্যবহার , শহরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন , বিশ্বায়নের প্রেক্ষাপটে শহরের নিরাপত্তা কৌশলের ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা বর্ণনা করা হয়েছে ।

    কারণ চলতি বছর অলিম্পিক বর্ষ , বৈজ্ঞানিত উদ্ভাবন ও শহরের নিরাপত্তা ফোরামের আলোচ্য বিষয়েরও বাস্তবতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে , তাই ফোরাম বিভিন্ন পক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে । ২২ মে পেইচিং সরকার , বিজ্ঞান , যোগাযোগ ও খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রের কর্মকর্তারা এ ফোরামে নিজ নিজ মন্তব্য প্রকাশ করেছেন ।

    পেইচিং শহর পরিকল্পনা পরিচালনা কমিশনের উপ পরিচালক ছেন চি হুং ফোরামে জানিয়েছেন , পেইচিং শহরে সারা দেশের বৃহত্তম শহর পরিচালনা তত্ত্বাবধান ব্যবস্থা স্থাপন করা হয়েছে ।

    তিনি বলেন, অলিম্পিক গেমসের আয়োজন পেইচিং শহরের নিরাপত্তা পরিচালনা সমস্যাকে একটি নতুন পর্যায়ে উন্নীত করবে । দু'বছরের পরীক্ষার পর এ তত্ত্বাবধান ব্যবস্থা প্রাথমিকভাবে শহরের পানি , বিদ্যুত্ , প্রাকৃতিক গ্যাস সরবরাহ , পরিবেশ রক্ষা , আবহাওয়ার পূর্বাভাস , খাদ্য ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে । বর্তমানে শহর পরিকল্পনা কমিশন পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর পরিবেশ কার্যালয়ের সঙ্গে শহরের পরিচালনা তত্ত্বাবধান কেন্দ্র স্থাপনের কাজ করছে ।

    এ ছাড়া , এবার বিজ্ঞান শিল্প প্রদর্শনীতে চীনের বিভিন্ন প্রদেশ বা অঞ্চলের প্রতিনিধিদলও নিজের উদ্ভাবিত প্রকল্প নিয়ে অংশ নিয়েছে ।

    চলতি বছরে দেশের ৩১টি প্রদেশ , স্বায়ত্তশাসিত অঞ্চল , কেন্দ্রশাসিত মহানগর ও ৫টি শহরের সরকারের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছে । ফু চিয়ান , কুয়াং সি , কান সুন , সিন চিয়ান , সান সি , ছিং হাই ও অন্তমঙ্গলিয়ার প্রতিনিধি দল প্রদর্শনী চলাকালে পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলন ও প্রকল্প চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে । তা ছাড়া , তারা পেইচিংয়ের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও একাডেমীর সঙ্গে প্রযুক্তি চাহিদা নিয়ে বিশেষ আলোচনা করেছে ।

    জানা গেছে , এবার বিজ্ঞান প্রদর্শনীর ১৮টি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধিদল আয়োজিত অনুষ্ঠান ছিল ১০টি ।

 (শুয়েই ফেই ফেই)