v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-06 17:30:49    
ভূমিকম্প দুর্গত অঞ্চলের পুনর্নিমাণ পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে

cri
    চীনের আবাসন ও পূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ৫ জুন জানিয়েছেন , চীন ভূমিকম্প দুর্গত অঞ্চলের পুনর্গঠন পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে । আগামী তিন বছরের মধ্যে দুর্গত অঞ্চলের অবকাঠামো ব্যবস্থার নির্মানকাজ সম্পন্ন হবে , অধিবাসীদের আবাসন ব্যবস্থাভূমিকম্পের আগের মানে পৌছানো হবে । পরবর্তী পাঁচ বছরে দুর্গত অঞ্চলের অর্থনীতি ও সমাজের সার্বিক উন্নয়ন করা হবে ।

    ৫ জুন রাষ্ট্রীয় পরিষদের তথ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের আবাসন ও পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা ভূমিকম্প দুর্গত অঞ্চলের দুর্যোগত্তোর পুনর্গঠনপরিকল্পনা ব্যাখ্যা করেছেন । এ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছি চি বলেন , দুর্গত অঞ্চলের পুনর্গঠন পরিকল্পনা প্রণয়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে । এর মধ্যে নগর ও মহকুমার বিন্যাস , পল্লী অঞ্চলের গঠন ও অধিবাসীর বসতবাড়ি নির্মাণসহ বিভিন্ন বিষয় রয়েছে ।

    এবারের ভয়াবহ ভূমিকম্পের পর দুর্গত অঞ্চলের শহর ও মহকুমাগুলোর ক্ষয়ক্ষতি অত্যন্ত গুরুতর বলে পুনর্গঠনের সময় স্থানীয় অধিবাসীরা মহকুমা ও শহরের বিন্যাসের উপর বেশি নজর রাখছেন । উপমন্ত্রী ছি চি শহর ও মহকুমা বিন্যাস সম্পর্কে ব্যাখ্যা করে বলেছেন , এ পরিকল্পনায় ভূমিকম্প দুর্গত অঞ্চলের শহর , জেলা শহর ও মহকুমার বিন্যাস ও পুনর্গঠনের মান , গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত জেলা শহর ও মহকুমা স্থানান্তরের ঠিকানা ও পুনর্গঠন মান , স্থানান্তরিত বা একই ঠিকানায় পুনর্গঠিত জেলা শহর ও মহকুমার প্রধান প্রকল্পগুলো এবং আঞ্চলিক পরিবহন ব্যবস্থা ও অবকাঠামো ব্যবস্থার বিন্যাস স্থির করা হবে এবং দেশের ঐতিহাসিক প্রাচীন নগরের ক্ষতির সার্বিক মূল্যায়ন করা হবে ।

    তা ছাড়া দুর্গত অঞ্চলের বেশির ভাগ বসতবাড়ি ধ্বসে পড়েছে বলে অধিবাসীদের বসতবাড়ি পুনর্নিমান এ পরিকল্পনার একটি প্রধানঅংশ । উপমন্ত্রী ছি চি বলেন , এ ক্ষেত্রে আমাদের প্রধানতঃ তিনটি কাজ করতে হবে । এ তিনটি কাজ হলো , প্রথমতঃ , জেলা ও শহরের ক্ষতিগ্রস্তবসতবাড়ির সার্বিক মূল্যায়ন করা এবং যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত বাড়ির আয়তন , সংখ্যা ও পরিবারের লোকসংখ্যা পরিসংখ্যান তৈরী করা । দ্বিতীয় কাজ হলো, নতুন বসতবাড়ি তৈরীর মানদন্ড ও ফ্ল্যাটের আয়তন নিয়ে বাজেট তৈরী করা , আর তৃতীয় কাজ হলো দুর্গত অঞ্চলের শহর ও মহকুমা পুনর্গঠনের নীতি নির্ধারণ করা । তিনি বলেন , পুননির্মাণের পরিকল্পনা প্রকাশ্যে প্রচার করা হবে এবং অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে দাখিল করা হবে ।

    প্রেস ব্রিফিংয়ে চীনের আবাসন ও পূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের প্রধান থান খাই বলেন , কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে ভূমিকম্প দুর্গত অঞ্চলের পুননির্মান আগামী আট বছরের মধ্যে সম্পন্ন হবে । তিনি বলেন , সরকারের নির্দেশ অনুসারে পুনর্নিমানের কাজ দুই পর্যায়ে ভাগ করা হবে । প্রথম তিন বছরে পুনরুদ্ধারের কাজ করা হবে । এ পর্যায়ে প্রধানতঃ অবকাঠামো ব্যবস্থা , গণ সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং অধিবাসীদের আবাসন ব্যবস্থা ভূমিকম্পের আগের মানে পৌছানো । পরবর্তী পাঁচ বছরে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধন করা হবে । থান খাই বলেন , দুর্গত অঞ্চলের পুনর্নিমান প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিভাগ বাস্তব অবস্থা বিবেচনা করে পুনর্নিমাণ পরিকল্পনা পুনর্বিন্যাস করবে । দুর্গত অঞ্চলের পুননির্মাণ একটি কঠিন কাজ । চীনের নেতৃবৃন্দ দুর্গত অঞ্চলকে সর্বাত্মক সমর্থন দেয়ার আস্বাস দিয়েছেন । আমরা বিশ্বাস করি , ভূমিকম্প দুর্গত অঞ্চলের পুনর্গঠন পরিকল্পনা যথাসময় সম্পন্ন হবে ।