অনেক মশালবাহক মশাল হাতে নিয়ে দৌড়ানোর সময় অন্য হাত মুষ্টিবদ্ধ হয়ে আন্দোলিত করতে থাকেন । এটা শক্তি ও আস্থার প্রতীক । সামনের মশালবাহক মশালটি পিছনের মশালবাহককে হস্তান্তরের সময় দুই মশালবাহক হাই ফাইভ করে ঘনিষ্ঠভাবে করমর্দন করেন । এটা ভালোবাসা ভূমিকম্প দুর্গত অঞ্চলের মানুষকে পৌঁছে দেয়ার প্রতীক । মশাল হস্তান্তরের সময় অধিক থেকে অধিকতর মশালবাহক অনুসরণ করে মশাল আন্দোলিত করেন এবং হাই ফাইভ করে করমর্দন করেন । মশালবাহকদের এই ভঙ্গি থেকে ঐক্যবদ্ধভাবে কঠিন সময় অতিক্রম করার দৃঢসংকল্প প্রতিফলিত হয়েছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি এক বৈশিষ্ট্যময় ও উচ্চমানের অলিম্পিক গেমস প্রতিষ্ঠা করতে আমরা সংকল্পবদ্ধ ।
১২ মে চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় রিক্টার স্কেলের আট ডিগ্রির ভয়াবহ ভূমিকম্প ঘটেছে । ভূমিকম্পের সঙ্গে সঙ্গে চীন সরকার ও জনগণ উদ্ধার ও ত্রাণকাজ শুরু করেছেন । দুর্গত অঞ্চলকে সাহায্য করার জন্য পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি মশাল হস্তান্তরের সঙ্গে উদ্ধার ও ত্রাণকাজ সমন্বয়ের জন্য অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠান সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং মশাল হস্তান্তেরসময়সূচী ও রোডম্যাপ সংশোধন করেছে ।
চীনারা সোত্সাহে ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজে অংশ নিচ্ছেন । মশাল হস্তান্তরের বিভিন্ন শহরে নাগরিকরা দুর্গত অঞ্চলের জন্য রক্ত দান করেন এবং আর্থিক সাহায্য হিসেবে চাঁদা দেন । ১৮ মে সন্ধ্যায় হানচৌ শহরের ২০৮জন মশালবাহক ও ৫২জন সাহায্যকারী সারা দেশের মশালবাহকদের প্রতি মুষ্টিবদ্ধ হয়ে আন্দোলিত করা ও হাইফাইভ করে করমর্দনের মাধ্যমে দুর্গত অঞ্চলের মানুষকে ভালোবাসা পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের সামনে সকল চীনা মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন । এতে জীবনের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এবং দুর্গত অঞ্চলকে ভালোবাসা ও আশার কথা পৌছে দেয়া হয়েছে । আমরা দৃঢভাবে বিশ্বাস করি , ঐক্যবদ্ধভাবে উদ্ধারকাজ চালানোর মতো চীন পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে অনুষ্ঠান করতে পারবে ।
সি ছুয়ানের ওয়েন ছুয়ানের ভূমিকম্প ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর সংঘটিত সবচেয়ে ভয়াবহ ভূমিকল্প । এ ভূমিকম্পের কেন্দ্রস্থল পেইচিং থেকে বহু দূরে বলে এতে পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোর কোনো ক্ষতি হয় নি । ৪ জুন দুপুর বেলা পর্যন্ত ওয়েন ছুয়ানের ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে , সাড়ে চার কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । ভূমিকম্পে দুর্গত অঞ্চলের অবকাঠামো ব্যবস্থার গুরুতর ক্ষতি হয়েছে । যদিও এবারের ভয়াবহ ভূমিকম্প চীনের অর্থনীতির উন্নয়নে কিছু নতুন নেতিবাচক প্রভাব ফেলেছে , তবু এটা চীনের অর্থনীতি উন্নয়নের মৌলিক গতিকে ব্যাহত করবে না । কেননা দুর্গত অঞ্চলগুলো সি ছুয়ান প্রদেশের অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলে অবস্থিত ,তাই ভূমিকম্পের ক্ষতিকর প্রভাব চীনের অর্থনীতির ওপর বেশি পড়বে না ।
বর্তমানে পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজ পরিকল্পনা অনুসারে চলছে । ২২মে আন্তর্জাতিক অলিম্পিক গেমসের ২৯তম অলিম্পিক গেমসের সমন্বয় কমিটির চেয়ারম্যান হেইন ভারব্রুগেনের সঙ্গে একটি সাক্ষাত্কারে পেইচিংয়ের অলিম্পিক গেমসের চেয়ারম্যান লিউ ছি বলেন , আমরা কিছু সমস্যার মোকাবেলা করবো , তবে একটি বৈশিষ্ট্যময় ও উচ্চমানের অলিম্পিক গেমস অনুষ্ঠানের লক্ষ্য পরিবর্তন হবে না ।
আন্তর্জাতিক সম্প্রদায়ও পেইচিং অলিম্পিক গেমসের অনুষ্ঠানে আশাবাদী । ২৯তম অলিম্পিক গেমসের সমন্বয় কমিটির চেয়ারম্যান ভারব্রুগেন বলেন , পেইচিং অলিম্পিক গেমস অবশ্যই সাফল্যমন্ডিত হবে। পেইচিং অলিম্পিক গেমসের মশালবাহক , অষ্ট্রেলিয়ার খেলোয়াড় স্টিফেন দোরান বলেন , আমি বিশ্বাস করি , চীনের ভূমিকম্প দুর্গত অঞ্চল পুনর্গঠিত হবে এবং পেইচিং অলিম্পিক গেমস সফল হবে ।
|