ফিলিস্তিনের প্রেসিডেণ্ট মাহমুদ আব্বাস ৪ জুন হামাসসহ বিভিন্ন সম্প্রদায়কে শান্তি বৈঠক করে বির্ধারিত সময়ের পূর্বেই সাধারণ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন ।
এ দিন জর্দান নদীর পশ্চিম তীরে রামাল্লাহ শহরে তিনি তাঁর ভাষণে বলেন, ফিলিস্তিনের জনগণ এবং দেশের শান্তিপূর্ণ গঠনে ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীন মতভেদ নিরসনের জন্য বিভিন্ন সম্প্রদায়কে বৈঠক করতে হবে। তিনি নির্ধারিত সময়ের পূর্বেই ফিলিস্তিনের আইন প্রণয়ন কমিটি এবং ফাতাহ'র চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। । এ আহ্বানের সাড়া দেয়ার জন্য তিনি তাদিগ দিয়েছেন ।
হামাসের মুখপাত্র এ আহ্বানকে স্বাগত জানিয়েছেন । তিনি মনে করেন, এটা একটি কার্যকর ব্যবস্থা। হামাসের উচ্চ পর্যায়ের নেতা মাহমুদ জাহার বলেন, কোন পূর্ব শর্ত না থাকলে হামাস বৈঠককে স্বাগত জানায়। ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি বৈঠক বিষয়ক দলের নেতা, সাবেক প্রধানমন্ত্রী আহমেদ কুরেইয়া ৪ জুন রামাল্লাহ শহরে অনুষ্ঠিত ফিলিস্তিনের ফাতাহ নেতাদের এক বৈঠকে গাজা অঞ্চলের এক তরফা নিয়ন্ত্রণের অবসান করে দু' সম্প্রদায়ের মতভেদ ও বিরোধী অবস্থা নিরসনের জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন । (ওয়াং তান হোং)
|