সম্প্রতি সিছুয়ান প্রদেশের বিভিন্ন গুরুতর দুর্গত জেলায় পুনর্গঠন এবং উত্পাদন পুনরায় শুরু হয়েছে।
জানা গেছে, সিছুয়ান প্রদেশের দুর্গত এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলোয় উত্পাদন পুনরায় শুরুর কর্মসূচী নির্ধারণ করা হয়েছে। এক মাসের মধ্যে ধ্বংসপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানের পরিস্থিতি জানা যাবে। তিন মাসের মধ্যে বেশ কিছু শিল্প্রতিষ্ঠান তাদের উত্পাদন পুনরায় শুরু করবে। এক বছরের মধ্যে পুননির্মাণের জন্য নির্ধারিত শিল্পপ্রতিষ্ঠান পুনর্গঠনের প্রকল্প সার্বিকভাবে চালু হবে।
সিছুয়ান প্রদেশের ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ কাজ পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, বর্তমানে ছেং তু ,তে ইয়াং, মিয়েন ইয়াং শহরের বার্ষিক ব্যবসায়ীক আয় ৫০ লাখ ইউয়ানের বেশি সেগুলোকেউত্পাদন পুনরায় শুরু হয়েছে। ছেং তু শহরে উত্পাদন শুরু হওয়া শিল্পপ্রতিষ্ঠানের হার ৯৫ শতাংশ। তে ইয়াং ও মিয়েন ইয়াং শহরও ৬০ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান উত্পাদন পুনরায় শুরু হয়েছে।(লিলু)
|