চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চীনের আন্তর্জাতিক দারিদ্র বিমোচন কেন্দ্রের আয়োজিত উন্মুক্তকরণ ও দারিদ্র বিমোচন নীতি আর বাস্তব অনুশীলন সংক্রান্ত দক্ষিণ এশীয় দেশগুলোর কর্মকর্তাদের গবেষণা কোর্স ২ জুন পেইচিংয়ে শুরু হয়েছে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকার প্রায় ২০ জন কর্মকর্তা দারিদ্র বিমোচন সমস্যা নিয়ে চীনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।
১৫ দিনব্যাপী এ গবেষণা কোর্স চলাকালে চীনের কিছু বিশেষজ্ঞ ও কর্মকর্তারা 'দক্ষিণ এশীয় দেশগুলোর গ্রামাঞ্চলের উন্নয়ন ও দারিদ্র বিমোচন' নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন। শিক্ষার্থীরা হুপেই প্রদেশের গ্রামাঞ্চলে গিয়ে দারিদ্র বিমোচন ও পুনর্বাসন প্রকল্পের কাজ পরিদর্শন করবেন।
বাংলাদেশের একজন কর্মকর্তা বলেন, চীনের দারিদ্র বিমোচন অভিজ্ঞতা থেকে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলো শিক্ষা গ্রহণ করতে পারে।
জানা গেছে, চীনের আন্তর্জাতিক দারিদ্র বিমোচন কেন্দ্র ২০০৫ সালে প্রতিষ্ঠার পর, পর পর এশিয়া, আফ্রিকা, লাটিন আমেরিকা ও ওশিয়েনিয়ার ৬২টি উন্নয়নশীল দেশের ২২২ জন উচ্চ ও মধ্য পর্যায়ের দারিদ্র বিমোচন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|