চীনের রাষ্ট্রীয় পরিষদের স্থায়ী কমিটির অধিবেশনে "ওয়েনছুয়ান ভূমিকম্প পরর্বতী পুনর্গঠন সংক্রান্ত খসড়া বিধি অনুমোদিত হয়েছে
cri
৪ জুন পেইচিংএ আয়োজিত চীনের রাষ্ট্রীয় পরিষদের স্থায়ী কমিটির অধিবেশনে " ওয়েনছুয়ান ভূমিকম্প পরর্বতী পুর্নগঠন সংক্রান্ত খসড়া বিধি অনুমোদিত হয়। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও অধিবেশনের সভাপতিত্ব করেন। অধিবেশনে বলা হয়, এই বিধিতে দুর্গত এলাকায় পুনর্গঠন কাজকে আইনগত পথে আনা অত্যন্ত প্রয়োজনীয় । এ বিধিতে স্পষ্টভাবে " মানুষের স্বার্থকে প্রাধান্য দেয়া, বিজ্ঞানসম্মত পরিকল্পনা , সার্বিক বিবেচনা ও পর্যায়ক্রমে নীতি ও প্রাসঙ্গিক মৌলিক নীতি কার্যকর করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
|
|