চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন ব্যুরোর এক পরিসংখ্যানে জানা গেছে, ৪ জুন বেলা ২টা পর্যন্ত চীনের শুল্ক বিভাগ মোট ৫শ' ৯১ দফা ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ-সামগ্রী ও উদ্ধারকারীদের দ্রুত পরীক্ষার পর ছাড়পত্র দিয়েছে।
এ সব ত্রাণ-সামগ্রীগুলোর মধ্যে প্রধাণত রয়েছেঃ খাদ্য, পানি পরিশোধন সাজ-সরঞ্জাম, কাপড়, স্লিপিং ব্যাগ, তাবু ও চিকিত্সার যন্ত্রপাতিসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ত্রাণ সামগ্রী।
৪ জুন বেলা ১২টা পর্যন্ত ৬৯ হাজার ১শ' ২২জন সিছুয়ানের ওয়েনছুয়ান ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়। চীন দেশী-বিদেশী বিভিন্ন মহলের কাছ থেকে মোট ৪ হাজার কোটি ইউয়ানের ত্রাণ সামগ্রী পেয়েছে।--খোং
|