v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-04 18:25:37    
ভূমিকম্পে আহত ব্যক্তিদের দেশের বিভিন্ন হাসপালে পাঠানো হচ্ছে

cri
    চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ানের ভয়াবহ ভূমিকম্পে তিন লাখেরও বেশি অধিবাসী আহত হয়েছেন । ভূমিকম্প দুর্গত অঞ্চলের হাসপাতালগুলোর জন্য এটা একটি বিরাট চাপ । আহত মানুষ যাতে যথাসময় সুচিকিত্সা পান , সেই জন্য চীনের কেন্দ্রীয় সরকার কিছু আহতদেরকে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে । এখন পর্যন্ত ভূমিকম্প দুর্গত অঞ্চলের দশ হাজার আহত মানুষকে চীনের বিশটি প্রদেশ , স্বায়ত্বশাসিত অঞ্চর ও কেন্দ্রশাসিত মহানগরে পাঠানো হয়েছে । তারা এখন বিভিন্ন স্থানের হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ।

    চীন সরকার ভূমিকম্পে আহত মানুষদের চিকিত্সার ওপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে । আহত ব্যক্তিদের যথাসময় চিকিত্সা নিশ্চিত করার জন্য তাদের চিকিত্সার সব খরচ সব সরকার বহন করবে । চীনের হোপেই প্রদেশের সি চিয়া চুয়ান শহরের স্বাস্থ্য ব্যুরোর প্রধান ইয়াং সিং চিয়েন বলেন , হোপেই প্রদেশে মোট ছয়টি হাসপাতাল আহত ব্যক্তদের গ্রহণ করবে । তিনি বলেন , এ ছয়টি হাসপাতাল হোপেই প্রদেশের সবচেয়ে উন্নত হাসপাতাল । আমরা আহতদের বাস্তব অবস্থা বিবেচনা করে তাদের এ ছয়টি হাসপাতালে পাঠাবো । চিকিত্সা কর্মীরা পরিবার পরিজনের মতো তাদের যত্ন নেবেন । যাতে তারা ঘরোয়া পরিবেশে যথা শীঘ্র আরোগ্য লাভ করতে পারেন ।

    দুর্গত অঞ্চলের প্রায় এক শ'জন আহত ব্যক্তিকে পেইচিংয়ে স্থানান্তর করা হয়েছে। পেইচিং এলেই তাদেরকে পেইচিংয়ের বয়োবৃদ্ধ হাসপাতালে পাঠানো হয়েছে । পেইচিংয়ের উত্তর উপকন্ঠে অবস্থিত এ হাসপাতালের পরিবেশ খুব সুন্দর এবং এটি বাগান ঘেরা হাসপাতাল বলে পরিচিত । এ হাসপাতালের উপপ্রধান ইয়াং পিং বলেন , পেইচিংয়ের বড় বড় হাসপাতাল আহত মানুষের জন্য একটি বিশেষজ্ঞ গ্রুপ প্রতিষ্ঠা করেছে , বিশেষজ্ঞ গ্রুপের সদস্য সংখ্যা ৯৪জন । তাদের মধ্যে নামকরা ডাক্তার ছাড়াও নার্স , খাদ্য নির্বাচন কর্মী, মানসিক পরামর্শদাতা ও স্বেচ্ছাসেবক রয়েছে ।

    আহত মানুষরা যাতে হাসপাতালে থেকে ঘরোয়া পরিবেশ অনুভব করতে পারেন , সেজন্য এ হাসপাতাল অনেক ব্যবস্থা নিয়েছে । চিকিত্সা কর্মীরা হাসপাতালে গোলাপী রঙের বিছানা পত্র ব্যবহার করেন , তারা প্রতিটি বিছানার বালিশের কাছে একটি সমবেদনা বাণী রাখেন এবং বিছানার পাশের চেয়ারে তোয়ালে , টুটব্রাস, পরিধেয় জামা পোশাক , টয়লেট পেপার ও স্যানডেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র রাখেন । ৭৯ বছর বয়সী আহত বৃদ্ধা পেইচিংয়ের চিকিত্সা কর্মীদের প্রশংসা করে বলেন , গতকাল আমি পেইচিংয়ে এসেছি । আসার পর পরই চিকিত্সা কর্মীরা আমাকে প্রয়োজনীয় সব জিনিস দিয়েছেন । তারা সত্যিই আমাদের খুব যত্ন করেছেন , তাদের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি ।

    চীনের বিভিন্ন স্থানে পাঠানো আহত ব্যক্তিরা চিকিত্সক ছাড়া স্থানীয় নাগরিকদের আন্তরিকতাও অনুভব করেছেন । সাংতুং প্রদেশের ছিংতাও শহরে বেতার ও টেলিভিশন কেন্দ্র আহত ব্যক্তিদের আসার খবর প্রচারের পর ছিংতাওয়ের নাগরিক , স্বেচ্ছাসেবক ও ছিংতাও শহরে কর্মরত বা অধ্যয়নরত সি ছুয়ানবাসীরা সোত্সাহে আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান । এক আহত ব্যক্তির এক পরিবার-পরিজন বলেন , আমরা ছিংতাও শহরে সত্যিই ঘরোয়া পরিবেশ অনুভব করেছি । এ শহরের পরিবেশ সুন্দর , এখানকার নাগরিকগণ আন্তরিকতাপূর্ণ ।

    ভূমিকম্পে আহত ব্যক্তিরা চীনের বিভিন্ন স্থানের হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন । হাসপাতালের চিকিত্সা কর্মীরা সরাসরি চিকিত্সার পাশাপাশি তাদের মানসিক পরামর্শও দিচ্ছেন । যাতে তারা যততাড়াতাড়ি সম্ভব সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন শুরু করতে পারেন ।

    চীনের আহত ব্যক্তিদের স্থানান্তর গ্রুপের কর্মীরা এখন আহত মানুষের পরিচয় ও স্বাস্থ্যগত তথ্য নিবন্ধের কাজ করছেন । আহত ব্যক্তিরা সুস্থ হওয়ার পর বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় ও গণ নিরাপত্তা বিভাগ তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেবে । আহত ব্যক্তিদের চিকিত্সা ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয় বহণ করবে ।