৩ জুন নাইজেরিয়া সফররত চীন সরকারের আফ্রিকা বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ কুই চিন বলেছেন, আফ্রিকার জনগণের নিজের দেশের উন্নয়ন পথ বাছাই করার অধিকার রয়েছে। বিশ্বের অন্য কোনো দেশের বিশেষ মূল্যবোধ ও ব্যবস্থা আফ্রিকার সার্বভৌম দেশগুলোর ওপর চাপিয়ে দেয়া উচিত নয়।
এ দিন নাইজেরিয়ার অর্থনৈতিক কেন্দ্র লাগোসের আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা কেন্দ্রে ভাষণ দেয়ার সময় লিউ কুই চিন বলেন, চীন সরকার আফ্রিকায় সুষ্ঠু নীতি, মানবাধিকার ও আইনের শাসনকে উত্সাহিত ও সমর্থন করে। তবে এর ভিত্তি হচ্ছে পুরোপুরিভাবে আফ্রিকান দেশগুলোর নিজেদের বাছাইকে সম্মান এবং তাদের মর্যাদা বিবেচনা করা।
দারফুর সমস্যা সম্পর্কে তিনি বলেন, এই সমস্যার সমাধানের পথ হচ্ছে একটি দীর্ঘমেয়াদী, জটিল ও কঠোর প্রক্রিয়া। চীন নাইজেরিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধান করার চেষ্টা চালাচ্ছে এবং ভবিষ্যতেও নাইজেরিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এই সমস্যা সমাধানের জন্য ঘনিষ্ঠ সহযোগিতা করবে।--খোং
|