চীনের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় পরিষদে ভূমিকম্প ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ক সদর দপ্তরের মহাপরিচালক ওয়েন চিয়া পাও ৩ জুন পেইচিংয়ে সদর দপ্তরের ১৬তম সম্মেলনে সভাপতিত্ব করেছেন। সম্মেলনে ভূমিকম্প দুর্গত অঞ্চলে উত্পাদন আবার শুরু করার জন্য ব্যবস্থা নেয়া এবং " ওয়েন ছুয়ান-এর দুর্যোগোত্তর পুনর্গঠনে দেশের কর্মসূচী" নিয়ে আলোচনা হয়েছে।
সম্মেলন সূত্রে জানা গেছে, বর্তমানে ভূমিকম্প দুর্গত অঞ্চলের জনগণকে সুষ্ঠু ব্যবস্থপনা করার পাশাপাশি পুনরায় উত্পাদন শুরু করার ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে কৃষি ও শিল্প উত্পাদনের ওপর গুরুত্ব দেয়া, অবকাঠামোগত ব্যবস্থা পুনরুদ্ধার, ভূমিকম্প দুর্গত অঞ্চলের আর্থ-বাণিজ্যিক আদান-প্রদান এবং সেবা মূলক কাজ আবার শুরু করা উচিত।
সম্মেলন সূত্রে আরও জানা গেছে, দুর্যোগোত্তর পুনর্গঠন কাজ পরিচালনাকালে বিজ্ঞান সম্মত উন্নয়ন তত্ত্ব ও "সবার ওপরে মানুষ সত্য" উক্তি অনুযায়ী প্রথমতঃ ভূমিকম্প দুর্গত অঞ্চলে লোকজনের মৌলিক জীবন-যাত্রা ও জন সেবা ব্যবস্থার পুনর্গঠন করা হবে, বিজ্ঞান ও প্রকৃতিকে মর্যাদা দেয়া, সম্পদ ও পরিবেশের বাহনের ক্ষমতা বিবেচনা করা এবং পুনর্গঠন ও আর্থিকক্ষেত্রে দীর্ঘমেয়াদী উন্নয়ন সমন্বয় করা দরকার। (ওয়াং তান হোং)
|