সম্প্রতি চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরোর উপ-মহাপরিচালক থোং মিং কাং বলেন, দুর্গত অঞ্চলের পুরাকীর্তি উদ্ধার ও মেরামত করার জন্য চীন পুরাকীর্তি সংরক্ষণ ক্ষেত্রে সারা দেশের শক্তি কাজে লাগাবে।
জাতীয় পুরাকীর্তি ব্যুরোর প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ওয়েনছুয়ান ভয়াবহ ভূমিকম্পে সিছুয়ান প্রদেশে অর্ধেকেরও বেশি জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পুরাকীর্তি সংরক্ষণ সংস্থা বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জাদুঘরে সংরক্ষিত ১৬৪৫টি পুরাকীর্তি নষ্ট হয়ে গেছে। এর মধ্যে অতি মূল্যবান পুরাকীর্তি রয়েছে ১৪৮টি। ছুংছিং, শেনশি ও কানসুতেও অনেক জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পুরাকীর্তি সংরক্ষণ সংস্থা ও মূল্যবান পুরাকীর্তি বিভিন্ন মাত্রায় নষ্ট হয়েছে।
থোং মিং কাং বলেন, জাতীয় পুরাকীর্তি ব্যুরো জুন মাসের শেষ দিকে দেশের পুরাকীর্তি সংরক্ষণ ও স্থাপত্য বিশেষজ্ঞদের একটি সম্মেলন আয়োজন করবে। তাঁরা বিভিন্ন দুর্গত অঞ্চলে গিয়ে পুরাকীর্তিগুলোর উদ্ধার ও মেরামত কাজ করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|