চীনের যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় থেকে জানা গেছে , ২ জুন পর্যন্ত সি ছুয়ান প্রদেশের গুরুতর ভূমিকম্প দুর্যোগ কবলিত ৪৩৯টি জেলা ও গ্রামের মধ্যে ৪২৪টি সড়ক আবার চালু হয়েছে ।
সড়কগুলো পুনরায় চালু হওয়ায় দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রীর পাঠানো নিশ্চিত হয়েছে । ১২ মে থেকে ১ জুন পর্যন্ত সান সি , ছুং ছিং , কান সু ও সি ছুয়ান প্রদেশ সড়ক দিয়ে ৩ শো টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ।
এর পাশা পাশি তিন গিরিখাতের "সবুজ লাইন" সক্রিয় ভূমিকাও পালন করেছে । তিন গিরিখাতের যাতায়াত পরিচালনা ব্যুরো ১৪ মে সমুদ্রে "সবুজ লাইন" চালু করার পর ১ জুন পর্যন্ত তিন গিরিখাতের মাধ্যমে দুর্গত এলাকায় ১৫.৬ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে । (শুয়েই ফেই ফেই)
|