ইরান এখন পরমাণু অস্ত্র তৈরী করছে বলে যে খবর বেরিয়েছে , ইরানের শীর্ষ নেতা আয়তুল্লাহ আলি খামেনেই ৩ জুন তার সত্যতা অস্বীকার করেছেন। তিনি পুনরায় ঘোষণা করেছেন, ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচী প্রয়োগের পরিকল্পনা বন্ধ করবে না। ৩ জুন তিনি রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জানিয়েছেন, ইরানের পরমাণু অস্ত্রের দরকার নেই। ইরানের পরমাণু পরিকল্পনা পুরোপুরি শান্তিপূর্ণ লক্ষ্যের জন্য। তিনি আরও বলেন, ইরান অবশ্যই তার পরমাণু পরিকল্পনা শেষ পযর্ন্ত চালিয়েছে যাবে।
উল্লেখ্য আন্তর্জাতিক পরমাণু সংস্থার সম্মেলন ২ জুন জেনিভায় অনুষ্ঠিত হয়। এই সংস্থার মহা পরিচালক মোহাম্মদ আলবারাদেই সম্মেলনে পেশ-করা একটি রির্পোটে বলেছেন, ইরানের পরমাণু পরিকল্পনা সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হবে কী না এ বিষয়টি এখন এই সংস্থার " অত্যন্ত মনোযোগী বিষয়"। এ জন্য তিনি ইরানকে প্রয়োজনীয় স্বচ্ছতা প্রদর্শন ও পর্যাপ্ত প্রমান দেয়ার আহ্বান জানিয়েছেন। যাতে ইরানের পরমাণু পরিকল্পনার প্রকৃতি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু সংস্থার ধারণা যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা যায়।
|