চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং ৩ জুন পেইচিংএ বলেছেন, বতর্মানে কোরীয় উপ দ্বীপের পরমাণু কর্মসূচী সম্পর্কিত ছ'পক্ষীয় বৈঠক নতুন সুযোগের সম্মুখীন । তিনি আশা করেন, ছ'পক্ষীয় বৈঠকে অধিক সাফল্য অর্জনের জন্য বিভিন্ন পক্ষের যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করা উচিত।
ছিনকাং বলেন, গত মাসের শেষ দিকে ছ'পক্ষীয় বৈঠকে অংশ গ্রহণকারী চীনের প্রতিনিধি দলের নেতা, চীনের উপ পররাষ্ট্র মন্ত্রী উ তা ওয়ে পেইচিংএ আলাদা আলাদাভাবে যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া , দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন এবং চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন । তারা দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম কেমন করে সার্বিকভাবে কার্যকর করা যায় এবং পরর্বতীকালে ছ'পক্ষীয় বৈঠক কেমন করে এগিয়ে নিয়ে যাওয়ার যায় সে বিষয়ে আলোচনা করেছেন। চীন মনে করে, নিজ নিজ প্রতিশ্রুতি মেনে চলা ও ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্টি ছ'পক্ষের সদিচ্ছার পরিবর্তন হয়নি। চীন আলাপ আলোচনার ভিত্তিতে অব্যাহতভাবে যথোচিত ভূমিকা পালন করতে ও গঠনমূলক প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
|